প্রতিবেদন : টানা চার ম্যাচে হার। শেষ তিন ম্যাচ জিতে খাতায়-কলমে সেমিফাইনালে ওঠার ক্ষীণ সম্ভাবনা থাকলেও বাস্তবে সেই আশাপূরণ যে হওয়ার নয়, তা ভালই বুঝতে পারছেন বাবর আজমরা। তবু কলকাতায় এসে একঘেয়েমি কাটাতে বাংলাদেশ ম্যাচের আগে মানসিকভাবে নিজেদের তরতাজা রাখার চেষ্টা করল টিম পাকিস্তান। মঙ্গলবার শাকিব আল হাসানদের বিরুদ্ধে ম্যাচ।
আরও পড়ুন-প্রতিহিংসার রাজনীতি আর কতদিন?
শনিবার বিকেল পাঁচটায় শহরে আসার পর রবিবার গোটা দিনটাই হোটেলবন্দি রইলেন পাক ক্রিকেটাররা। তবে পুরোপুরি বিশ্রাম নয়, বরং হোটেলের জিম, সুইমিং পুলে সময় কাটিয়েছেন বাবর, শাহিন আফ্রিদিরা। এদিন সন্ধ্যায় জনা ছয়েক ক্রিকেটারের ইডেনে এসে প্র্যাকটিস করার কথা থাকলেও দুপুরে সেই রুটিন বাতিল করা হয়। বরং অধিনায়ক বাবর ও কোচ মিকি আর্থারের তত্ত্বাবধানে বিকেলে লম্বা টিম মিটিং হয় দলের। আজ সোমবার দুপুর দুটো থেকে ইডেনে অনুশীলন করবেন বাবররা। বাইপাসের ধারের হোটেল থেকে ইডেন পর্যন্ত পাকিস্তান দলের যাতায়াতের রাস্তায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকছে। থাকছে ডামি টিম বাসও। ইডেনে বাবরদের প্র্যাকটিস দেখার জন্য সাধারণের অনুমতিও দেওয়া হচ্ছে না। ইডেনের বাইরে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা।
আরও পড়ুন-গোয়ার ধাঁচে দিঘায় সমুদ্রসফর করাবে প্রমোদতরী
কলকাতায় নিরাপত্তার এতটাই কড়াকড়ি যে বাইরে বেরোনোর উপায় নেই পাক ক্রিকেটারদের। সৌরভ গঙ্গোপাধ্যায়ের শহরে এসেই অনলাইন অ্যাপের মাধ্যমে বিরিয়ানি অর্ডার দেয় পাকিস্তান দল। পার্ক সার্কাসের এক রেস্তোরাঁ থেকে বিরিয়ানি চলে আসে শাহিনদের জন্য। হোটেল কর্তৃপক্ষের তরফে বাবরদের জন্য দই, মিষ্টিরও ব্যবস্থা করা হয়। তা দিয়েই রবিবার রাতে রসনাতৃপ্তি মেটান ক্রিকেটাররা। তবে কি হোটেলের খাবারে ভরসা রাখতে পারছে না পাকিস্তান? তা অবশ্য জানা যায়নি।
আরও পড়ুন-খুদে বিস্ময়কন্যা দ্রিশানীর জন্য গর্বিত কোলাঘাট
পাকিস্তানের মতো বাংলাদেশেরও অবস্থা শোচনীয়। কার্যত ইডেনে সম্মানরক্ষার ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের ট্র্যাক রেকর্ড ভাল হলে কী হবে, বাবররা নিজেদের উপরই যেন আস্থা হারিয়েছেন। তবু শেষ তিন ম্যাচে ভাল কিছু করার চেষ্টায় পাক দল। বাবর সম্প্রচারকারী চ্যানেলে বলেছেন, তাঁর প্রিয় ব্যাটসম্যান হলেন তিনজন। তাঁরা হলেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং কেন উইলিয়ামসন। বিশ্বের সব জায়গায় সফল তাঁরা। তাই বিরাট-রোহিতদের সম্মান করেন।