উৎসবের মরশুম চলছে আর তার মধ্যে আজ মাসের প্রথম দিনেই রান্নার গ্যাসের (LPG Cylinder) দাম বাড়ল। ১০০ টাকার উপরে দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের। অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৯৪৩ টাকা। যদিও ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোন পরিবর্তন হয়নি। আজ, নভেম্বর মাসের প্রথম দিন থেকেই এই নতুন দাম কার্যকর হতে চলেছে।
আরও পড়ুন-ব়্যাগিংয়ের অভিযোগ কলকাতার হেরিটেজ কলেজে, তদন্তে পুলিশ
আগে ১৯ কেজি বাণিজ্য়িক এলপিজি সিলিন্ডার কিনতে কলকাতায় ১৮৩৯ টাকা খরচ হত। এবার ১৯ কেজির সিলিন্ডার কিনতে খরচ হবে ১৯৪৩ টাকা। সেপ্টেম্বর মাসে কলকাতায় ১৯ কেজির ভর্তুকিহীন বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিস ১৬৩৬ টাকা। অক্টোবর মাসে ২০৩.৫ টাকা গ্যাসের দাম বেড়ে যায়। নতুন দাম হয় ১৮৩৯ টাকা। আবার ১০৪ টাকা দাম বাড়িয়ে দাম গিয়ে দাঁড়াল ১৯৪৩ টাকা। হোটেল, রেস্তোরাঁ বা যেকোন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার হয়। তাই এই দাম বাড়ার ফলে উৎসবের মরশুমে যে বাইরে খাওয়া মধ্যবিত্তের জন্য একটু সমস্যার হয়ে উঠবে সেটা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন-আজ খেলতে পারেন উইলিয়ামসন, ক্লাসেনদের থামানোর অঙ্ক নিউজিল্যান্ডের
প্রসঙ্গত, প্রতি মাসের প্রথমে অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে বিশ্ববাজারে অপরিশোধিত পেট্রোলিয়ামের দামের ওপর নির্ভর করে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন হবে কি না। নভেম্বর মাসে এই নিরিখেই এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকার বেশি বাড়ানোর কথা বলা হয়।
এই বিষয়ের নিন্দা করে এদিন তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয় , ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি অবাঞ্ছিত “দীপাবলি উপহার”।ইতিমধ্যেই সাধারণ মানুষের পকেটে আরেকটি ধাক্কা, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ₹১০০ থেকে প্রায় ₹২০০০ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মাত্র এক মাস আগে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ₹২০৯ বৃদ্ধি হয়েছে। মোদি হ্যায় তো মেহেঙ্গাই হ্যায়!’
An unwelcome “Diwali gift” from PM @narendramodi to the nation!
In yet another blow to the common man’s already burdened pocket, the prices of commercial LPG cylinders have been increased by ₹100 to nearly ₹2000.
This comes on the heels of a previous ₹209 increase in the…
— All India Trinamool Congress (@AITCofficial) November 1, 2023