ফের অশান্ত মণিপুর, খুন এসডিপিও, ‘ঠান্ডা মাথায় হত্যা’

নতুন দফার এই হিংস্রতা ব্যাপক বিক্ষোভের সূত্রপাত করেছে। এই ঘটনার পর মোবাইল ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো বাড়াচ্ছে সরকার।

Must read

মণিপুর (Manipur) ঘিরে অশান্তি থামছেই না। কিছুদিন শান্ত থাকলেও পকেট ফায়ারের মত চাপা আগুন থেকেই যাচ্ছে আর তার ফলেই প্রতিনিয়ত কিছু না কিছু হয়েই চলেছে। মঙ্গলবার মণিপুরের মোরেতে ভারত-মায়ানমার সীমান্ত এলাকায় দুটি পৃথক সংঘর্ষের ঘটনায় মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। মায়ানমার সীমান্ত লাগোয়া এই জায়গাটি ইম্ফল থেকে প্রায় ১১০ কিমি দূরে। একজন এসডিপিও পদমর্যাদার পুলিশ আধিকারিককে খুন করা হয়েছে। তিনজন কনস্টেবল আহত হয়েছেন।

আরও পড়ুন-১০০ টাকার উপরে বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম

ঘটনার সময়, এসডিপিও চিংথাম আনন্দ কুমার স্থানীয় একটি স্কুলে হেলিপ্যাড তৈরির কাজ পরিদর্শন করছিলেন। সকাল সাড়ে ৯টা নাগাদ তিনি সেই এলাকায় যান। এই মর্মে, পুলিশ জানিয়েছে স্নাইপার রাইফেল থেকে একটু দূর থেকে গুলি করা হয়েছিল। আহত অবস্থাতেই তাঁকে কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ার ফলে সেখান থেকে এয়ারলিফ্ট করে তাঁকে ইম্ফলে আনা হয়। তবু শেষ রক্ষা করা যায়নি।

আরও পড়ুন-ব়্যাগিংয়ের অভিযোগ কলকাতার হেরিটেজ কলেজে, তদন্তে পুলিশ

এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তেজিত জনতা রাস্তায় বেরিয়ে আসেন। ন্যায় বিচারের দাবি তোলেন। রাজনৈতিক মহলের দাবি ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। জানা গিয়েছে, এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রীর তরফে জরুরী ভিত্তিতে মন্ত্রিসভার মিটিং ডাকা হয়। মুখ্যমন্ত্রীর সচিবালয় তরফে জানা গিয়েছে, ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। তাছাড়া সেই পুলিশ আধিকারিকের নিকট আত্মীয়ের চাকরির ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন-আজ খেলতে পারেন উইলিয়ামসন, ক্লাসেনদের থামানোর অঙ্ক নিউজিল্যান্ডের

নতুন দফার এই হিংস্রতা ব্যাপক বিক্ষোভের সূত্রপাত করেছে। এই ঘটনার পর মোবাইল ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো বাড়াচ্ছে সরকার। ৫ই নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় সন্দেহভাজন ব্যক্তিদের অতর্কিত হামলায় বেশ কয়েকজন পুলিশ কমান্ডো আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মোরেহ এসডিপিও চিংথাম আনন্দের ঘটনার কয়েক ঘণ্টা পর তদন্তে নামে পুলিশ। উল্লেখ্য,৩রা মে রাজ্যে জাতিগত হিংসা শুরু হওয়ার পর থেকে ১৮০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

Latest article