প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট (Gautam paul- Supreme Court)। নিয়োগ তদন্তে আপাতত স্বস্তি পেলেন তিনি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। একইভাবে রক্ষাকবচ দেওয়া হয়েছে পর্ষদের সহ সভাপতি পার্থ কর্মকারকেও।
আরও পড়ুন- গ্যাস চেম্বারে পরিণত হয়েছে দিল্লি, এখন কোথায় কেন্দ্রের পরিবেশমন্ত্রী? খোঁচা আপের
প্রাথমিকের নিয়োগ তদন্তে প্রয়োজনে বর্তমান পর্ষদ সভাপতিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ পাওয়ার পর তদন্তের সহযোগিতা করতে নিজাম প্যালেসে নির্দিষ্ট সময়েই উপস্থিত হয়েছিলেন গৌতম পাল। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে যান পর্ষদ সভাপতি (Gautam paul- Supreme Court)। সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত এদিন জানিয়েছে যে তদন্ত চলছে তা অত্যন্ত দ্রুতগতিতে হওয়া দরকার। যেহেতু পর্ষদ সভাপতি সদ্য দায়িত্ব পেয়েছেন তাই সে ক্ষেত্রে এখনই তাঁকে গ্রেফতার করার প্রশ্ন উঠছে না। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশমতো সিবিআই তদন্ত চলবে।