সন্ধে নামলেই ছাদে ভূতের উপদ্রব, ভরসা বিজ্ঞান মঞ্চ

আর কয়েকদিনের মধ্যেই ভূত চতুর্দশী। তার মধ্যেই ভূতের তান্ডবে জেরবার পোলবার ভুয়াগাছি দক্ষিণ পাড়া। সন্ধে নামলেই ছাদ জুড়ে কাদের তাণ্ডব।

Must read

আর কয়েকদিনের মধ্যেই ভূত চতুর্দশী। তার মধ্যেই ভূতের তান্ডবে জেরবার পোলবার ভুয়াগাছি দক্ষিণ পাড়া। সন্ধে নামলেই ছাদ জুড়ে কাদের তাণ্ডব। বিকট শব্দ। ভোরের আলো ফুটলেই পরিবেশ শান্ত। গ্রাম ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়িতে চলে গিয়েছেন কেউ কেউ। যদিও বিজ্ঞান মঞ্চ আসার পর সেই শব্দ (Sound) আর শুনতে পাননি কেউ।

আরও পড়ুন-নবান্নের সিদ্ধান্তে লোকসভা ভোটের আগে বাংলায় নতুন দুই জাতীয় সড়ক

পোলবার ভুয়াগাছি দক্ষিণ পাড়ায় সন্ধে নামতেই বাড়ির ছাদে শোনা যেত অজানা শব্দ। সেই শব্দ চলতো পরের দিন সূর্য ওঠা পর্যন্ত। স্থানীয় বাসিন্দা উত্তম বিশ্বাসের (Uttam Biswas) একতলা বাড়ির ছাদ থেকেই ওই শব্দ (Sound) ভেসে আসত বলে অভিযোগ স্থানীয়দের। উত্তমের কথায়, “অন্ধকার নামতেই ছাদের উপর কেউ যেন অনবরত ইট ফেলছে। ভয়ে ঘরে থাকতে পারতাম না। পরে সবাই মিলে ছাদে উঠে দেখেছি কেউ নেই। ভূত ছাড়া ওই শব্দ কে করবে!”

আরও পড়ুন-রোহতাসে থানার কাছে সাব-ইন্সপেক্টরকে মারধর

খবর পেয়ে সেখানে উপস্থিত হন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল-মগরা বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা। সম্পাদক সন্দীপ সিংহ জানান, “শব্দ আমরা শুনতে পাইনি। কেউ স্বেচ্ছায় অসৎ উদ্দেশ্যে ছাদের উপর কিছু দিয়ে আঘাত করছে। যার ফলে ওই শব্দ শোনা যাচ্ছে।“ ভূতের মতো কুসংস্কার থেকে গ্রামবাসীদের সচেতন করেছে বিজ্ঞান মঞ্চ। প্রয়োজনে আবার সেখানে যাবেন সদস্যরা। যদিও বিজ্ঞান মঞ্চ যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত ওই শব্দ শোনা যায়নি। তবে এলাকার মানুষ এখনও আতঙ্ক থেকে বেরোতে পারছে না।

 

Latest article