দিল্লির দূষণের জন্য দায়ী যোগী সরকার, ক্ষোভ পরিবেশমন্ত্রীর

দিল্লির আনন্দ বিহারে যে সব বাস বাইরে থেকে আসছে, সেগুলি নিষিদ্ধ । উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছেন তিনি।

Must read

রাজধানীর (Delhi) বুকে দূষণ নিয়ে চিন্তায় পরিবেশবিদরা। প্রতি বছরই এই দূষণে ঢেকে যায় দিল্লির আকাশ। এবারও তার ব্যতিক্রম হয়নি। দূষণের মাত্রা বেড়ে স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে শুরু হয়ে গিয়েছে শ্বাস জনিত সমস্যা। এই পরিস্থিতির জন্য উত্তর প্রদেশ সরকারকে কাঠগড়ায় তুলল দিল্লির সরকার। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই ক্ষোভ প্রকাশ করে জানান যোগী-রাজ্য থেকে আসা বাসের জন্য দূষণ এই মাত্রায় বাড়ছে। দিল্লির আনন্দ বিহারে যে সব বাস বাইরে থেকে আসছে, সেগুলি নিষিদ্ধ । উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছেন তিনি।

আরও পড়ুন-সন্ধে নামলেই ছাদে ভূতের উপদ্রব, ভরসা বিজ্ঞান মঞ্চ

গোপাল রাই এই মর্মে জানিয়েছেন, দিল্লিতে শুধুমাত্র ইলেকট্রিক বাস ও সিএনজি বাস চলে। পেট্রোলে চলা বিএস ৩ ও ডিজেলে চলা বিএস ৪ বাস নিষিদ্ধ। ওই বাসগুলি যাতে না পাঠানো হয় তার জন্য যোগী আদিত্যনাথকে আবেদন জানান তিনি । তাহলে দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলেই মনে করছেন তিনি।

আরও পড়ুন-নবান্নের সিদ্ধান্তে লোকসভা ভোটের আগে বাংলায় নতুন দুই জাতীয় সড়ক

পরিবেশমন্ত্রী আরও বলেন, দূষণ নিয়ন্ত্রণের জন্য দিল্লির সরকার বেশ কিছু পদক্ষেপ করেছে। আনন্দ বিহার, যেখানে বাস স্টপে উত্তর প্রদেশের বাস আসে, সেখানেই দূষণের মাত্রা সবথেকে বেশি। দিল্লির সরকার বিএস ৩ ও বিএস ৪ বাসগুলি আগেই নিষিদ্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, দিল্লির রাস্তায় বাসগুলি দেখা গেলে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হয়।

Latest article