রোহতাসে থানার কাছে সাব-ইন্সপেক্টরকে মারধর

এরপরেই কোনরকমে রাকেশ কুমার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি বিক্রমগঞ্জ থানার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ঘটনাটি জানান।

Must read

বৃহস্পতিবার রাতে বিক্রমগঞ্জ থানা থেকে মাত্র ২৫০ মিটার দূরে বিহারের (Bihar) রোহতাস জেলায় পাঁচজন দুর্বৃত্তের হাতে বিহার পুলিশের একজন সাব-ইন্সপেক্টর নির্মমভাবে লাঞ্ছিত হয়েছেন। বিহার পুলিশ একটি ‘রোকো-টোকো’ প্রচার চালাচ্ছে যা সাব-ইন্সপেক্টরের এই ঘটনার জন্য অন্য আকার ধারণ করেছে। বিক্রমগঞ্জ বাজারে ভাড়া বাড়িতে থাকা নিগৃহিত পুলিশ সদস্য রাকেশ কুমার থানায় যাওয়ার পথে রাস্তায় পাঁচজনকে অভব্য আচরণ করতে দেখেন। তিনি তাদের রাস্তায় এই ধরণের ব্যবহার করার উদ্দেশ্য জানতে চাইলে তারা তার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। ক্রমশ ঘটনাটি কুৎসিত হয়ে ওঠার ফলে তারা কুমারকে নির্মমভাবে মারধর করে।

আরও পড়ুন-তিস্তার বিপর্যয়ে কালিম্পংয়ে ক্ষয়ক্ষতির পরিমাণের রিপোর্ট পাঠান হল নবান্নে

এরপরেই কোনরকমে রাকেশ কুমার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি বিক্রমগঞ্জ থানার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ঘটনাটি জানান। খুব দ্রুত পুলিশ ঘটনাস্থলে গেলেও হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দেবরাজ রাই, এসডিপিও বিক্রমগঞ্জ এই মর্মে জানান, “রাকেশ কুমারকে সাসারামে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আমরা এলাকার সিসিটিভি ফুটেজ স্ক্যান করেছি এবং অভিযুক্তদের শনাক্ত করেছি। তারা এখন পলাতক। আমরা শীঘ্রই তাদের গ্রেপ্তার করব। অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে।”

Latest article