প্রতিবেদন : ব্যতিক্রমী শিল্পকর্মের নজির গড়ে সবাইকে তাক লাগিয়ে দিল বাগনানের প্রত্যন্ত গ্রাম চন্দ্রপুর তাঁতিপাড়ার ১৭ বছরের কিশোর শিল্পী অর্ঘ্য বিশ্বাস। ছোটবেলা থেকে নানা ধরনের শিল্পসৃজনে ঝোঁক অর্ঘ্যর। কেউ তাকে হাতে ধরে কিছু শেখাননি। নিজের প্রতিভা দিয়েই সে ইতিমধ্যেই গড়েছে বেশকিছু প্রতিমা। এবছর চন্দ্রযান ৩-এর আদলে দুর্গা তৈরি করে চমকে দিয়েছিল অর্ঘ্য।
আরও পড়ুন-ক্রিকেটকে বিদায় জানালেন ল্যানিং
তার পরই ফের চমক কালীপুজোর মুখে। এবার মাত্র ৩ দিনের মধ্যে চালের গুঁড়ো দিয়ে ১ ফুট উচ্চতার কালীপ্রতিমা গড়ে ফেলেছে এই প্রতিভাবান ছেলেটি। এর জন্য তার লেগেছে দেড় কিলোগ্রাম আতপ চাল। সেই চাল জলে ভিজিয়ে, শিলনোড়ায় গুঁড়ো করে তৈরি করে নেয় মণ্ড। এর পর সেই উপকরণ দিয়ে গড়ে তোলে অবাক করা শিল্পকর্ম। মানানসই রং করার পর প্রতিমার গায়ে শোলার গয়নাও বসানো হয়। অর্ঘ্যর এই প্রতিভায় পঞ্চমুখ তার আত্মীয়-পরিজনেরা।