প্রতিবেদন : সামনের বছরের পুজোয় একটানা ২ সপ্তাহ ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। সবমিলিয়ে সারাবছরে মোট ৪৫ দিন ছুটি পাবেন তাঁরা। এর মধ্যে এনআই অ্যাক্টের আওতায় ২০২৪ সালে ছুটি থাকবে মোট ২২ দিন। সেই সঙ্গে রাজ্য সরকারের নিজস্ব ২৩ দিন ছুটি ধার্য করা হয়েছে। জরুরি পরিষেবা ছাড়া রাজ্যের সমস্ত সরকারি দফতর, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থা, পঞ্চায়েত, পুরসভা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা এই ছুটির সুযোগ পাবেন।
আরও পড়ুন-দমবন্ধ অবস্থা থেকে সাময়িক স্বস্তি মিলল বৃষ্টিস্নাত দিল্লিতে
রাজ্য সরকারের ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৪ সালে দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাবে চতুর্থীর দিন থেকেই। চতুর্থী সোমবার। তার আগে শনিবার ও রবিবার এমনিতেই সাপ্তাহিক ছুটি। ফলে ৫ অক্টোবর দ্বিতীয়ার দিন থেকে পুজোর ছুটি কার্যত শুরু হয়ে যাবে। আবার লক্ষ্মীপুজো ১৬ অক্টোবর। কিন্তু লক্ষ্মীপুজোর জন্য অতিরিক্ত আরও দু’দিন ছুটি থাকবে। অর্থাৎ পুজোর পরে ১৯ অক্টোবর সরকারি অফিস খুলবে। মানে পুজোতে টানা ২ সপ্তাহ ছুটির সুযোগ পাবেন সরকারি কর্মচারীরা।
আরও পড়ুন-জনমত নিতে চান সাকেত
অন্যদিকে এনআই অ্যাক্ট অনুযায়ী দোলযাত্রায় ছুটি থাকবে ২৫ মার্চ। রাজ্য সরকার ২৬ মার্চ ছুটি দিয়েছে। আর ২৩ ও ২৪ মার্চ হল শনি ও রবিবার। ফলে টানা চারদিনের সুযোগ থাকছে দোল উপলক্ষে। অন্যদিকে, ১২ জানুয়ারি শুক্রবার স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকী। সেদিন ছুটির সঙ্গে আরও দু’দিন বাড়তি ছুটি পাওয়া যাবে। কারণ তারপরের দু’দিন শনি ও রবিবার। এমনভাবে পুজোর পরও বাড়তি ছুটির একাধিক সুবিধা মিলবে। সবমিলিয়ে রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর।