দমবন্ধ অবস্থা থেকে সাময়িক স্বস্তি মিলল বৃষ্টিস্নাত দিল্লিতে

গত কয়েকদিন ধরে এই সূচক একটানা ৪৫০-এর উপরে ছিল। কিন্তু, এক রাতের সামান্য বৃষ্টিতে বায়ুর গুণমানের বিশেষ পরিবর্তন হয়নি।

Must read

প্রতিবেদন : বায়ুদূষণের জেরে দমবন্ধ পরিস্থিতি রাজধানী শহরের। যত সময় যাচ্ছে রীতিমতো গ্যাস চেম্বারে পরিণত হচ্ছে দিল্লি। ইতিমধ্যে দূষণ নিয়ন্ত্রণে দিল্লিতে কৃত্রিম বৃষ্টি নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু কেন্দ্রীয় ছাড়পত্র এখনও না মেলায় কবে সেই বৃষ্টি নামানো হবে তা নিয়ে সংশয়ের আবহেই বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোরে দিল্লির আবহাওয়ায় আকস্মিক পরিবর্তন।

আরও পড়ুন-জনমত নিতে চান সাকেত

রাতভর রাজধানীর বেশ কয়েকটি এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। আর এই বৃষ্টির জেরেই প্রতিদিন যেভাবে দিল্লির দূষণ পরিস্থিতির অবনতি হচ্ছিল, তা সাময়িকভাবে বন্ধ হবে বলে আশা করা হচ্ছে। সাময়িক বৃষ্টির কারণে শুক্রবার সকালে দিল্লির বায়ুর গুণমান সূচকে সামান্য উন্নতিও ধরা পড়েছে। সিস্টেম অব এয়ার কোয়ালিটি ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চের দেওয়া তথ্য অনুসারে, শুক্রবার সকাল ৭টায় শহরের সামগ্রিক বায়ুর গুণমান সূচক ছিল ৩৯৮।

আরও পড়ুন-নজরদারি চালাতে নয়া ফন্দি কেন্দ্রের

গত কয়েকদিন ধরে এই সূচক একটানা ৪৫০-এর উপরে ছিল। কিন্তু, এক রাতের সামান্য বৃষ্টিতে বায়ুর গুণমানের বিশেষ পরিবর্তন হয়নি। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, শুক্রবারও দিল্লি এবং তার আশপাশের অঞ্চলগুলির বায়ুর গুণমান খুব খারাপ পর্যায়েই রয়ে গিয়েছে। এদিকে বায়ুর গুণমানে সেই রকম পরিবর্তন ধরা না পড়লেও, বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী।

Latest article