যত আঙুল তুলবে ততই সংঘবদ্ধ হবে তৃণমূল: চন্দ্রিমা

কোভিডের সময় নববারাকপুর শহরের তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়িয়ে পরিষেবা পৌঁছে দিয়েছিল।

Must read

সংবাদদাতা, নববারাকপুর : কেন্দ্রের সরকার যত বেশি আঙুল তুলবে, ততই তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা আরও সংঘবদ্ধ হবেন, আরও বেশি দৃঢ় হবে তাঁদের মানসিকতা। আমরা মানুষের পাশে ছিলাম, পাশে আছি এবং থাকব। বৃহস্পতিবার রাতে নববারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রের বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ওসব লাল চোখ দেখিয়ে কিছু করা যাবে না। আমরা সবাই চোর, আর ওরা সাধু? তৃণমূল এখন আরও সংঘবদ্ধ।

আরও পড়ুন-রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, আগামী পুজোয় দু’সপ্তাহ ছুটি

কোভিডের সময় নববারাকপুর শহরের তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়িয়ে পরিষেবা পৌঁছে দিয়েছিল। দ্রুত খাবার ও ওষুধ পৌঁছে দিয়েছিল। কুর্নিশ জানাই সেইসব কর্মীদের। স্বাস্থ্য এবং সুস্বাস্থ্যকেন্দ্রের রং গেরুয়া করা নিয়ে তাঁর কটাক্ষ, পরিষেবা দেওয়া নিয়েও রাজনীতি করছে কেন্দ্রের সরকার। গেরুয়াকরণ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার কোনও প্রকল্প-পরিকল্পনায় একশো শতাংশ টাকা দেয় না, কেন্দ্রের সরকার চল্লিশ শতাংশ দিলে বাকি ষাট শতাংশ রাজ্যের। মনে রাখতে হবে, স্বাস্থ্যসাথী ২০১৬ সালের ডিসেম্বরের পরিকল্পনা আর আয়ুষ্মান ভারত ২০১৮ সালের অক্টোবরের।

আরও পড়ুন-দমবন্ধ অবস্থা থেকে সাময়িক স্বস্তি মিলল বৃষ্টিস্নাত দিল্লিতে

সমস্ত চিকিৎসা আয়ুষ্মান ভারতের মাধ্যমে হয় না। স্বাস্থ্যসাথী প্রকল্পে আড়াই কোটি মানুষ পরিষেবা নিয়েছে। তিনি কটাক্ষের সুরে বলেন, ওরা টুকবে আবার ঠিকমতো টুকবে না। লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে তিনি বলেন, সরকার কোনওদিন ভিক্ষা দেওয়ার নাম করে টাকা দেয় না। সরকারের এই সদিচ্ছাকে অপমান করবেন না। গদ্দারকে কটাক্ষ করে বলেন, তুমি ফেল্টুস ছেলে ফেল্টুসের মতো থাকবে।

Latest article