তুমি আশেপাশে থাকলে

বড়পর্দায় ভূতের আনাগোনা নতুন কিছু নয়। কিন্তু ছোটপর্দায় ভূতের দেখা বড় একটা মেলেনি। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’ রোমান্টিক এক প্রেমকাহিনি যা মৃত্যুর পরেও অবিচল। গল্পের কেন্দ্রে রয়েছে একটি মিষ্টি ভূত নায়িকা ‘পারো’। চরিত্রটির মাধ্যমে এবার মেগা সিরিয়ালে ডেবিউ করছেন অভিনেত্রী অঙ্গনা রায়। যিনি অভিনয়গুণে বেশ চর্চিত এবং প্রায় দেড়বছর পর কামব্যাক করছেন অভিনেতা রোহন ভট্টাচার্য। লিখছেন শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী

Must read

কল্পনার ছাদনাতলা। সেখানে অগ্নিকুণ্ডের চারপাশে দেব আর পারো দুজনে দুজনের হাত ধরে এক পা এক পা করে পূর্ণ করছে তাঁদের সাতপাক আর একে অপরের সঙ্গে হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘যদিদং হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং মম’। এক স্বপ্নিল পরিবেশ। না বড়পর্দার দেবদাসের দেব আর পারো নয়। এই দুই প্রেমিক আর প্রেমিকা হলেন ছোট পর্দার দেব আর পারো। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’র প্রথম এপিসোডের প্রথম দৃশ্যে নায়ক আর নায়িকার এন্ট্রি তাক লাগিয়েছে দর্শকমহলে। প্রথম এপিসোডেই বাজিমাত করেছে নতুন এই ধারাবাহিকটি। এরপর বিগত প্রতিটা এপিসোডই মন কেড়েছে দর্শকের। টানটান গল্প ও চিত্রনাট্য।

আরও পড়ুন-যত আঙুল তুলবে ততই সংঘবদ্ধ হবে তৃণমূল: চন্দ্রিমা

এই ধারাবাহিকটি নিয়ে বহুদিন ধরেই চলছিল অনেক জল্পনা-কল্পনা। বারবার এর সম্প্রচারের তারিখ পিছিয়ে যাচ্ছিল। একটা সময় মনে হচ্ছিল হয়তো শুরুই হবে না! কিন্তু অবশেষে নভেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হয়ে গেছে টেলিকাস্ট। ধারাবাহিকের ক্যাপশন কখনও না দেখা এক অন্য গল্প। কয়েক সপ্তাহ আগেই এই ধারাবাহিকের প্রোমো দেখেই বেশ কৌতূহলী হয়েছিলেন দর্শক। প্রথম ঝলকে হিরো-হিরোইনের সঙ্গে পরিচয় হলেও গল্পের বিন্দুমাত্র আভাস পাওয়া যায়নি। সেখানে দেখা গিয়েছিল নায়ক-নায়িকা রেল লাইনের উপর দিয়ে হাঁটছেন। পিছন থেকে ছুটে আসছে একটি রেলগাড়ি। আর ব্যাকগ্রাউন্ডে বেজে উঠেছে বনি, কৌশানীর ছবি ‘পারব না আমি ছাড়তে তোকে’র হিট গান ‘তুমি আশেপাশে থাকলে’। ট্রেনটি চলে গেল মেয়েটির উপর দিয়ে কিন্তু সে রয়ে গেল। পরে বোঝা যায় আসলে সে রয়ে গেল অশরীরে।

আরও পড়ুন-রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, আগামী পুজোয় দু’সপ্তাহ ছুটি

এটুকুতেই আঁচ মিলেছিল আবার ভূত, প্রেত, অশরীরীর দেখা মিলবে ‘তুমি আশেপাশে থাকলে’তে। আর তা যে সে চরিত্রে নয় একেবারে কেন্দ্রীয় চরিত্রে। চুনী পান্না ধারাবাহিকের পর আবার ভূতের আবহ স্টার জলসায়। স্টারকাস্টও বেশ ইন্টারেস্টিং। এই ধারাবাহিকের সুবাদেই ফের ছোট পর্দায় ফিরছেন এই চ্যানেলেরই ‘ভজ গোবিন্দ’ ধারাবাহিকের রোহন ভট্টাচার্য। আর তাঁর সঙ্গে জুটি বাঁধছেন অঙ্গনা রায়। ওটিটির বেশ কিছু চর্চিত ওয়েব সিরিজে অঙ্গনাকে ইতিমধ্যেই দেখা গেছে। তাঁর বলিষ্ঠ অভিনয় দর্শকের নজর কেড়েছে। তরুণ মজুমদারের ‘আলো’ ছবিতে শিশুশিল্পী হিসাবে অভিনয়ে হাতেখড়ি অঙ্গনার। এরপর দীর্ঘ বিরতি। ২০১৮ সালে ‘সেই যে হলুদ পাখি’ সিরিজে দেখা মেলে তাঁর। এরপর ‘পাপ’, ‘তানসেনের তানপুরা’, ‘মোহমায়া’, ‘শ্রীকান্ত’, ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর মতো সিরিজে অভিনয় করেছেন অঙ্গনা। ‘হোম কামিং’, ‘লুকোচুরি’, ‘রক্তকরবী’র মতো ছবিতেও অঙ্গনার অভিনয় বেশ ভাল লেগেছে সবার। পরবর্তীতে তথাগত মুখোপাধ্যায়ের পারিয়া ছবিতে বিক্রমের নায়িকা হিসাবে দেখা যাবে তাঁকে। কাজেই বেশ পরিচিত মুখ অঙ্গনা। এই প্রথম মেগা ধারাবাহিকে ডেবিউ করছেন তিনি।

আরও পড়ুন-জনমত নিতে চান সাকেত

সাময়িক বিরতি নিয়ে আবার ছোট পর্দায় ফিরলেন সবার প্রিয় রোহন। ‘তুমি আশেপাশে থাকলে’র কেন্দ্রীয় পুরুষ চরিত্রে। ‘অপরাজিতা অপু’তেও তাঁর অভিনয় বেশ মনে রাখবার মতো। ‘অপরাজিতা অপু’ শেষ হওয়ার পর একাধিক মেগার অফার ফিরিয়েছেন রোহন। তবে স্টার জলসার নাচের রিয়ালিটি শো-তে সঞ্চালক হিসাবে প্রশংসা কুড়িয়েছেন। এরপরে দেখা গেছে বেশ কিছু ওয়েব সিরিজেও। দেবের ‘বাঘাযতীন’-এও বলিষ্ঠ চরিত্রে দেখা গেছে তাঁকে। এতদিন পরে আবার ছোটপর্দায় কামব্যাক। এই প্রসঙ্গে অভিনেতা জানালেন, ‘প্রথমদিকে অন্য কমিটমেন্ট ছিল সিনেমা, সিরিজের জন্য, তাই এখান থেকে বিরতি নিয়েছিলাম। তারপর ঠিক করি খুব ভাল প্রজেক্ট পেলে তবেই ছোটপর্দায় ফিরব। এর আগে ১৭টা অফার ফিরিয়ে দিই। এটা ১৮ নম্বর অফার। গল্প শুনেই পছন্দ হয়েছিল। আমি স্টার জলসার কাছে কৃতজ্ঞ যে এমন একটা প্রজেক্টের জন্য আমায় ভেবেছে।’ এই গল্পে নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘এই গল্পে আমার চরিত্রের নাম দেব। একটা ড্রিমি ব্যাপার আছে। আসলে গল্পটাই একদম অন্যরকমের। আমার সহ-অভিনেত্রী অঙ্গনাও ভীষণ ট্যালেন্টেড। তাই সবটা মিলিয়েই কাজ করতে ভীষণ ভাল লাগছে।’

আরও পড়ুন-দমবন্ধ অবস্থা থেকে সাময়িক স্বস্তি মিলল বৃষ্টিস্নাত দিল্লিতে

ছোটপর্দায় তাঁর প্রথম কাজ। এই প্রসঙ্গে অভিনেত্রী অঙ্গনা রায় বললেন, ‘অনুপমদার (পরিচালক অনুপম হাঁড়ি) সঙ্গে আমি আগেও কাজ করেছি। তবে টেলিভিশনে এই প্রথমবার। এটা একদম নতুন একটা সফর আমার কাছে। আমি বহুদিন ধরেই ছোট পর্দায় কাজ করতে চেয়েছিলাম, কিন্তু এমন একটা গল্পের জন্য অপেক্ষা করছিলাম যা একদম আলাদা হবে। যেটা শুনে মনে হবে হ্যাঁ, এটাই তো করতে চেয়েছিলাম! এই গল্পটা ঠিক তাই ছিল। রোহনদার সঙ্গে একটা মিউজিক ভিডিও করেছিলাম গতবছর। খুব ভাল লাগছে ওঁর সঙ্গে কাজ করতে।’

আরও পড়ুন-নজরদারি চালাতে নয়া ফন্দি কেন্দ্রের

এই ধারাবাহিকে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাওয়া যাবে অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষকে। একজন দাপুটে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি। ‘তুমি আশেপাশে থাকলে’র পরিচালক অনুপম হাঁড়ি। প্রযোজনায় এসভিএফ। ধারাবাহিকের গল্পটা হল খানিকটা এরকম— দেবের সঙ্গে বিয়ে হয় পারোর। কিন্তু খুব অল্প সময়ে ঘটনাচক্রে মৃত্যু হয় তাঁর। এরপর দেবের জীবনে আসে অন্য নারী ঠিক তখনই পারো আবার ফিরে আসে দেবের জীবনে কিন্তু মানুষ পারো নয় আত্মা বা ভূত হয়ে। তারপর দেবকে নানাভাবে পাশে থেকে সাহায্য করে সে। এই নিয়ে চলবে কাহিনি। গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট দেবের বাড়ির হল কুলদেবতা নৃসিংহদেব। বড়পর্দা এবং ওয়েব সিরিজের দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী রসায়নে মজবে দর্শক এটাই আশা করা যাচ্ছে।

Latest article