দুবাই, ২৮ অক্টোবর : অবশেষে নীরবতা ভেঙে মুখ খুললেন কুইন্টন ডি’কক। প্রবল বিতর্কের জেরে নিজের আগের অবস্থান থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি সবার কাছে ক্ষমাও চেয়ে নিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান জানিয়েছেন, এখন থেকে হাঁটু মুড়ে বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনে তিনিও শামিল হবেন।
বুধবার রাতেই ডি’ককের সঙ্গে আলোচনায় বসেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার একটি দীর্ঘ বিবৃতিতে ডি’কক জানান, ‘‘প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমি হাঁটু মুড়ে প্রতিবাদ জানালে তার মাধ্যমে বাকিদের সামান্য শিক্ষাও দেওয়া সম্ভব হয়, তাহলে আমি এখন থেকে সেটাই করব।’’
আরও পড়ুন-বিজেপি-বিএসএফ বৈঠক অস্থিরতা তৈরি করতেই
এই বিবৃতিতে তিনি আরও জানিয়েছেন, ‘‘বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব আমার অজানা নয়। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ থেকে সরে গিয়ে আমি কাউকে অসম্মান করতে চাইনি। আমার আপত্তি ছিল, হঠাৎ করে ম্যাচের দিন সকালে কেন এটা জানানো হবে।’’ ডি’ককের বক্তব্য, ‘‘আমার মনে হয়েছিল, ওভাবে নির্দেশ দিয়ে আমার ব্যক্তিগত অধিকার কাড়ার চেষ্টা করা হচ্ছে। তবে বোর্ডের সঙ্গে আলোচনার পর তাদের উদ্দেশ্য আমার কাছে পরিষ্কার হয়েছে। তবে ব্যাপারটা আরও আগে স্পষ্ট হলেই ভাল হত।’’
ওই বিতকির্ত ঘটনার জন্য গোটা বিশ্বজুডে় সমালোচনার মুখে পড়তে হয়েছিল দক্ষিণ আফ্রিকান ক্রিকেট তারকাকে। যা দুঃখ দিচ্ছে ডি’কককে। তিনি বলেন, ‘‘এতদিন চুপ ছিলাম। অনেকেই হয়তো জানেন না, আমি নিজেও মিশ্র বর্ণের পরিবার থেকে উঠে এসেছি। আমার সৎ মা এবং সৎ বোনেরা কৃষ্ণাঙ্গ। তাই জন্মের পর থেকেই আমার কাছে ব্ল্যাক লাইভস ম্যাটারস।’’ ডি’কক আরও যোগ করেছেন, ‘‘ভুল বোঝাবুঝির জন্য আমার গায়ে বর্ণবিদ্বেষী তকমা এঁটে দেওয়া হয়েছে। যা আমার পরিবারকে আহত করেছে। আমি এবং আমার সন্তানসম্ভবা স্ত্রী প্রচণ্ড দুঃখ পেয়েছি। তবে কঠিন সময়ে সতীর্থরা যে ভাবে পাশে ছিল, তাতে আমি কৃতজ্ঞ। দেশের হয়ে খেলাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।’’