সংবাদদাতা, মালদহ : বছর ফুরলেই লোকসভা নির্বাচন। তার আগে সাংগঠনিক পদে রদবদল ঘটালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের জেলা সভাপতি ও চেয়ারম্যানদের নাম প্রকাশ করলেন। আর মালদহে ফের আবদুর রহিম বক্সিতেই আস্থা রাখলেন তিনি। ফের মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি হিসেবে বহাল থাকলেন রহিম বক্সি ও চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়।
আরও পড়ুন-ট্রেনের তলা থেকে বের হচ্ছে ধোঁয়া, ধৌলি এক্সপ্রেসে আগুন
সাংগঠনিক দক্ষতার জেরেই তিনি সসম্মান উত্তীর্ণ হয়েছেন বলে জানা গিয়েছে। কারণ ২০২১ সালে তিনি মালদহ জেলা তৃণমূল সভাপতি হওয়ার পরে জেলা জুড়ে দক্ষতার সঙ্গে সংগঠন বিস্তার করেছেন। দলীয় নানান কর্মসূচির মধ্যে দিয়ে শাখা সংগঠন থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের সংগঠনের নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের নিয়ে একাধিক বৈঠক কর্মসূচির মাধ্যমে রণকৌশল তৈরি করে সংগঠন বিস্তার করেছেন।
আরও পড়ুন-বাংলার শিক্ষায় আরও কাজ, বিশ্ববিদ্যালয়গুলি এক মঞ্চে এলো
একেবারে বামপন্থী কায়দায় মালদহ জেলা জুড়ে সংগঠন বিস্তারে ব্রতী হয়েছেন। সাফল্যও পেয়েছেন, পুরসভা নির্বাচনে ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুরসভায় একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে তৃণমূল। শাখা সংগঠনকে এক সূত্রে বেঁধে ফেলেছেন তিনি। পাশাপাশি চেয়ারম্যান হিসেবে রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়কে পুর্নবহাল রেখেছেন। রহিম বক্সি জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় দায়িত্ব দিয়েছেন তা যথাযোগ্যভাবে পালনের চেষ্টা করব।