দুবাই, ২৮ অক্টোবর: টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে পাকিস্তান। গ্রুপ ‘বি’-তে ভারত, নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে কাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছে বাবর আজমের দল। শুক্রবার দুবাইয়ে পাকিস্তানের প্রতিপক্ষ আফগানিস্তান। যারা স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে দাপটে বিশ্বকাপ অভিযান শুরু করেছে।
আরও পড়ুন-শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম: ট্রাম্পলম্যান
শুক্রবার আফগানরা বড় পরীক্ষার সামনে। বিশেষ করে আফগানিস্তানের ব্যাটাররা কীভাবে পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণ সামলায়, তার উপর জাদরান, নবি, রশিদদের সাফল্য নির্ভর করবে। তবে আফগানিস্তান টি-২০ ফরম্যাটে এমন একটা দল যাদের হালকাভাবে নেওয়ার উপায় নেই। পাওয়ার হিটার ও বিশ্বমানের স্পিনারদের নিয়ে গড়া আফগানদের সমীহ করতেই হবে যে কোনও দলকে। হাজরাতুল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরানদের পাওয়ার হিটিং ও রশিদ খান, মুজিবুর রহমানের মতো বিশ্বমানের স্পিনাররা আফগানিস্তান দলের ভারসাম্য বাড়িয়েছেন। বাবরদের বিরুদ্ধে তাই চমক দিতে তৈরি আফগান ব্রিগেড।
তবে লড়াইটা মূলত আফগান ব্যাটারদের সঙ্গে পাক বোলারদের। শাহিন আফ্রিদি, হাসান হালি, হ্যারিস রউফের মতো পাক পেসাররা টুর্নামেন্টে ব্যাটারদের সমস্যায় ফেলেছেন। স্পিন বিভাগে শাদাব খান, ইমাদ ওয়াসিম ও অভিজ্ঞ মহম্মদ হাফিজ রয়েছেন।