প্রতিবেদন : বেসরকারি (private) বিএড কলেজের অনুমোদন বাতিলের বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের তদন্ত করবে শিক্ষা দফতর। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, রাজ্যের ২৫৩টি বেসরকারি বিএড কলেজের অনুমোদন কেন বাতিল হল তা খতিয়ে দেখতে তদন্ত করবে শিক্ষা দফতর।
আরও পড়ুন-ভ্রাতৃদ্বিতীয়া কোনও ধর্মীয় উৎসব নয়
এই বিষয় নিয়ে তদন্তের রূপরেখা ঠিক করতে শুক্রবার উচ্চ শিক্ষা দফতরের বিশেষ বৈঠক ডাকা হয়েছে। বিএসএইইউ-এর উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় ১০ নভেম্বর জানান, ভুয়ো নথি জমা ও পরিকাঠামো না থাকায় ওই সব বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বাতিল হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিল ও কোর্টের সিদ্ধান্তের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে দাবি করেন সোমা। উচ্চ শিক্ষা দফতরকে চিঠি দিয়ে অনুমোদন বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলেও জানান উপাচার্য।
আরও পড়ুন-উসকানির দায় কেন নেবে না সিপিএম ও এক শ্রেণির মিডিয়া
কিন্তু উচ্চ শিক্ষা দফতরের দাবি, পরিকাঠামো না থাকায় বেশ কয়েকটি বিএড কলেজের অনুমোদন যে বাতিল হচ্ছে তা চিঠি দিয়ে জানিয়েছিল বিশ্ববিদ্যালয়। কিন্তু কতগুলি কলেজের অনুমোদন বাতিল হচ্ছে বা কী করণে অনুমোদন বাতিল তা জানায়নি বিএসএইইউ। এদিন শিক্ষামন্ত্রী বলেন, কেন একসঙ্গে এতগুলি বিএড কলেজের অনুমোদন বাতিল করা হল সেই বিষয় নিয়ে তদন্ত করবে শিক্ষা দফতর। সেই তদন্তের রূপরেখা ঠিক করতে শুক্রবার বৈঠকে বসা হচ্ছে।