প্রতিবেদন : বৃহস্পতিবার মণিপুরের (Manipur) টেংনোপাল জেলায় অসম রাইফেলস-এর একটি টহলদারি দলকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে সকাল ৮.১৫ মিনিটে টেংনুপাল জেলার সাইবোলের সাধারণ এলাকায়। যদিও এই ঘটনায় হতাহতের খবর নেই। বিভিন্ন সম্প্রদায়ের মিশ্র জনসংখ্যা রয়েছে এই এলাকায়। আসাম রাইফেলসের একজন আধিকারিক জানান যে এই হামলাটি “অজ্ঞাত বিদ্রোহী” দ্বারা পরিচালিত হয়েছিল।
আরও পড়ুন-কাল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ
সূত্রের খবর, টহলদারি দলের গাড়িকে নিশানা করে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এর বিস্ফোরণ ঘটানো হয়। সেই আধিকারিক এই মর্মে বলেছেন, “যখন ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার সকালে সাইবোলের অপারেটিং বেস থেকে আসাম রাইফেলস ব্যাটালিয়নের একটি দল নিয়মিত এলাকায় আধিপত্য নিয়ন্ত্রণের টহলে ছিল। সকাল ৮-৮.১৫ মিনিটের দিকে, অজ্ঞাত বিদ্রোহীদের একটি দল একটি মাইন-সুরক্ষিত গাড়িতে চলাকালীন টহলদারি দলকে আক্রমণ করার চেষ্টা করে এবং সেখানে একটি আইইডি বিস্ফোরণ ঘটে। গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। আসাম রাইফেলস কর্মীরা অবিলম্বে পাল্টা জবাব দেয়।”