কাল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ

কাল ছত্তিশগড়ে দ্বিতীয় দফায় ভোট দিচ্ছেন ১ কোটি ৬৩ লক্ষ ১৪ হাজার ৪৭৯ জন। এখানে ভোট শুরু হবে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

Must read

বিধানসভা নির্বাচনের (Bidhansabha Election) দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে আগামীকাল শুক্রবার। ছত্তিশগড়ে (Chhattisgarh) দ্বিতীয় দফার ভোট গ্রহণ এবং ২৩০ সদস্যের মধ্যপ্রদেশে একদফায় ভোটগ্রহণ হবে শুক্রবার। শুক্রবার মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন বলেই গতকাল বুধবার সন্ধ্যাতেই দুই রাজ্যে নির্বাচনী কোড অফ কনডাক্ট-এর নিয়ম অনুযায়ী প্রচারে ইতি টানা হয়েছে। মিছিল, জনসভা, পথসভা বন্ধ করা হলেও ইন্টারনেটে প্রচারে এখনও অব্যাহত। মধ্যপ্রদেশ, ছত্রিশগড়ে প্রধান দুই দল, কংগ্রেস ও বিজেপি সোশ্যাল মিডিয়ায় বিপুল অঙ্কের টাকা খরচ করে প্রচারের প্রতিযোগিতায় নেমেছে বলা যায়।

আরও পড়ুন-বৈশালী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, আহত ১৯

আগামী ৩ ডিসেম্বর বাকি তিন রাজ্য রাজস্থান, তেলঙ্গানা এবং মিজ়োরামের সঙ্গে দু’রাজ্যেই গণনা হবে। ২৩০টি আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৬, সেখানে ছত্রিশগড়ের জেতার জন্য পেতে হবে ৪৬ টি আসন।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, তৎপর তামিলনাড়ুর রাজ্যপাল

কাল, শুক্রবার মধ্যপ্রদেশে ২৫৩৩ জন এবং ছত্তিশগড়ে ৯৫৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। মধ্যপ্রদেশে মোট ৫ কোটি ৬০ লক্ষ ৬০ হাজার ৯২৫ জন ভোটার রয়েছেন। তার মধ্যে ২ কোটি ৮৮ লক্ষ ২৫ হাজার ৬০৭ জন পুরুষ এবং ২ কোটি ৭২ লক্ষ ৩৩ হাজার ৯৪৫ জন মহিলা ও ১৩৭৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টা থেকে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কাল ছত্তিশগড়ে দ্বিতীয় দফায় ভোট দিচ্ছেন ১ কোটি ৬৩ লক্ষ ১৪ হাজার ৪৭৯ জন। এখানে ভোট শুরু হবে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

Latest article