সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, তৎপর তামিলনাড়ুর রাজ্যপাল

রাজ্যপাল আর এন রবি ১০ টি বিল ফিরিয়ে দেওয়ার ফলে শনিবার তামিলনাড়ু বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।

Must read

রাজ্য বিধানসভায় (Bidhansabha) পাশ হওয়া বিল আটকে রেখেছিলেন রাজ্যপাল (Governor)। এর ফলেই সুপ্রিম কোর্টের (Supreme court) কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন তিনি গত সপ্তাহে। শীর্ষ আদালতের সমালোচনার মুখে পড়ে তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি অবশেষে রাজভবনে পড়ে থাকা ১০টি বিল নিয়ে পদক্ষেপ করেছেন। নানা সংশোধনীর সুপারিশ করে সেগুলি ফের বিধানসভার কাছে ফেরৎ পাঠিয়েছেন তিনি। রাজনৈতিক মহলে এই নিয়ে চর্চা তুঙ্গে। চার বছর ধরে ফেলে রাখা বিল মাত্র সাতদিনের মধ্যে ফেরৎ দিলেন রাজ্যপাল।

আরও পড়ুন-দিল্লির পরিস্থিতি সামলাতে সরকারের তরফে বিশেষ টাস্ক ফোর্স

প্রসঙ্গত, তামিলনাড়ু ছাড়াও তেলেঙ্গানা এবং পাঞ্জাবের রাজ্যপালের বিরুদ্ধেও বিল আটকে রাখায় মামলা হয়েছে। শীর্ষ আদালত জানায় এভাবে অনন্তকাল বিলগুলি আটকে রাখা যাবে না। উপযুক্ত সময়ের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে। হয় বিলে সম্মতি দিতে হবে বা স্পষ্ট করে জানাতে হবে কেন বিলে সম্মতি দেওয়া যাবে না। কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের বিরুদ্ধেও এই মামলা করা হয়েছে।

আরও পড়ুন-কাশ্মীরের পুঞ্চে শিবমন্দিরের কাছে বিস্ফোরণ,হতাহতের খবর নেই

রাজ্যপাল আর এন রবি ১০ টি বিল ফিরিয়ে দেওয়ার ফলে শনিবার তামিলনাড়ু বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সকাল ১০টায় বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। গত শুনানির সময়, সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল যে এটি একটি গুরুতর উদ্বেগের বিষয় যে রাজ্যপাল বিভিন্ন বিল, মামলার নিষেধাজ্ঞা এবং সরকার কর্তৃক তাঁর কাছে পাঠানো অন্যান্য গুরুত্বপূর্ণ নথি নিয়ে বসে আছেন। রাজ্যপালের কাছে মোট ১২ টি বিল মুলতুবি ছিল, যার মধ্যে এখন তিনি ১০ টি বিল ফেরত দিয়েছেন। বেশিরভাগ বিল রাজ্য বিশ্ববিদ্যালয় সম্পর্কিত। স্পিকার এম আপ্পাভু এই বিষয়ে বলেছেন, রাজ্য সরকার তাই, বিলগুলি পুনরায় উপস্থাপন এবং পাস করার জন্য শনিবার তামিলনাড়ু বিধানসভার একটি “জরুরি” অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিয়েছে।

Latest article