কাশ্মীরের পুঞ্চে শিবমন্দিরের কাছে বিস্ফোরণ,হতাহতের খবর নেই

কে বা কারা এই বিস্ফোরণ ঘটাল সেই নিয়ে এখনো খোঁজ চলছে। পুরো ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত কিনা সেই বিষয়েও এখনো কিছু জানা যায় নি

Must read

বুধবার রাতে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পুঞ্চ জেলার সুরানকোট বাস স্ট্যান্ডের কাছে একটি শিবমন্দিরে (Hindu temple) বিস্ফোরণের ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। সুরানকোট বাস স্ট্যান্ডের পাশে থাকা এক মন্দিরের কাছে এই বিস্ফোরণ হয়েছে বলে খবর। যদিও বিস্ফোরণের জেরে হতাহতের খবর পাওয়া যায় নি। তবে এই বিস্ফোরণের ফলে মন্দিরের কাছে বড় আকারের একটি গর্ত তৈরি হয়েছে। কে বা কারা এই বিস্ফোরণ ঘটাল সেই নিয়ে এখনো খোঁজ চলছে। পুরো ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত কিনা সেই বিষয়েও এখনো কিছু জানা যায় নি।

আরও পড়ুন-দুর্নীতিবাজ বিজেপি-র বুঝি সাতখুন মাফ

জানা যায়, বুধবার রাতে স্থানীয় বাসিন্দারা হঠাৎ করেই একটি জোরালো আওয়াজ শুনতে পান। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে এসে বিস্ফোরণের কারণ জানতে ফরেন্সিক বিশেষজ্ঞদের আজ বৃহস্পতিবার সেখানে ডেকে পাঠায়। এই বিষয়ে সুরানকোট থানার স্টেশন হাউস অফিসার জানিয়েছেন এটি একটি রহস্যজনক বিস্ফোরণ। ওই এলাকা পুলিশ আপাতত ঘিরে রেখেছে।

আরও পড়ুন-যোগীরাজ্যে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্ত্রীকে গণধর্ষণ

প্রাথমিকভাবে পুলিশের তরফে খবর গ্রেনেড হামলার জেরে এই বিস্ফোরণ হতে পারে। এই ঘটনার ফলে শুধু রাস্তায় গর্ত নয় শিবমন্দিরের দেওয়ালে ফাটল ধরেছে বলেই জানান স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, বুধবার সালাইন গ্রাম থেকে তিন জনকে গ্রেফতার করেছিল নিরাপত্তা বাহিনী। ২টি পিস্তল, ৬টি মোবাইল ফোন, ৪টি ম্যাগাজিন এবং নগদ আড়াই লক্ষ চটাকা উদ্ধার করেছিল তারা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বিস্ফোরণের সঙ্গে ধৃতদের কোনরকম যোগাযোগ আছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

 

Latest article