দিল্লির পরিস্থিতি সামলাতে সরকারের তরফে বিশেষ টাস্ক ফোর্স

আজ, বৃহস্পতিবার দিল্লির সার্বিক এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৮৬ । যদিও বেশ কয়েকয়টি জায়গায় একিউআই লেভেল ৪০০ ছাপিয়ে গেছে।

Must read

দীপাবলির (Diwali) পর থেকে দিল্লির বাতাসের গুণমান আরও খারাপ স্তরে পৌঁছে গিয়েছে। সেই অবস্থা মোকাবিলার জন্য এবার বিশেষ টাস্ক ফোর্স (Task Force) গঠন করল দিল্লি সরকার (Delhi Government)। রাজধানী দিল্লিতে বাতাসের গুণগত মান বিষাক্ত হয়ে উঠছে সেটা নতুন কিছু নয়। আজ, বৃহস্পতিবার দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই এই বিষয়ে জানিয়েছেন, রাজধানীতে ক্রমবর্ধমান বায়ু দূষণ মোকাবেলায় সরকার একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। ছয় সদস্যের ওই বিশেষ টিম দূষণ মোকাবিলার জন্যে বিভিন্ন বিভাগের সাথে সমন্বয় করে দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

আরও পড়ুন-কাশ্মীরের পুঞ্চে শিবমন্দিরের কাছে বিস্ফোরণ,হতাহতের খবর নেই

আজ, বৃহস্পতিবার দিল্লির সার্বিক এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৮৬ । যদিও বেশ কয়েকয়টি জায়গায় একিউআই লেভেল ৪০০ ছাপিয়ে গেছে। জাতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে যে চার দিনের মধ্যে দিল্লিতে কুয়াশার মতো পরিস্থিতি শুরু হবে। সেক্ষেত্রে কুয়াশা আর দূষণ মিলিয়ে এক দমবন্ধ করা পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে।

আরও পড়ুন-দুর্নীতিবাজ বিজেপি-র বুঝি সাতখুন মাফ

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের রিপোর্ট অনুযায়ী ,বৃহস্পতিবার দিল্লির জাহাঙ্গীরপুরীতে একিউআই লেভেল ছিল ৪৪১, দ্বারকায় ৪১৬, লোধীরোডে ৪১৭, আনন্দ বিহারে ৪১২, আইটিও তে ৪১২ এবং দিল্লি বিমানবন্দরের কাছে ৪০১। দিল্লির মন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ার ফলে শহরের বায়ু দূষণের বর্তমান পরিস্থিতি আগামী তিন দিন একই থাকবে। বিপদ নিয়ন্ত্রন করতে স্পেশাল টাস্ক ফোর্স এর টিমকে নির্দেশ দেওয়া হয়েছে।

Latest article