বৈশালী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, আহত ১৯

গতকাল রাত ২টো নাগাদ এস-৬ কামরায় আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই পুরো কামরায় আগুন ছড়িয়ে পড়ে। এর ফলে জখম হন ১৯ জন যাত্রী।

Must read

রেলের (Indian Railway) নিরাপত্তা এই বছরে একেবারে তলানিতে। মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে একই ঘটনার পুনরাবৃত্তি। দিল্লি দ্বারভাঙা এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার অগ্নিকাণ্ড দিল্লি থেকে বিহারের সহর্ষাগামী বৈশালী এক্সপ্রেসে। অগ্নিকাণ্ডের জেরে আহত হয়েছেন ১৯ জন যাত্রী। খুব স্বাভাবিকভাবেই এভাবে একের পর এক ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করছে।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, তৎপর তামিলনাড়ুর রাজ্যপাল

গতকাল রাত ২টো নাগাদ এস-৬ কামরায় আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই পুরো কামরায় আগুন ছড়িয়ে পড়ে। এর ফলে জখম হন ১৯ জন যাত্রী। ১১জনের আঘাত রীতিমত গুরুতর। আগুন নেভাতে প্রায় ১ ঘণ্টা সময় লেগে যায়। যাত্রীদের তরফে জানা গিয়েছে, গতকাল রাতে ট্রেন স্টেশন ছাড়তেই ওই কামরায় আগুন লাগার বিষয়টি নজরে আসে। চেন টেনে ট্রেন থামিয়ে নেমে পড়েন সকলে। খবর পেয়ে রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। শুরু হয় আগুন নেভানোর কাজ। কিন্তু খুব কম সময়ে ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা কামরাটি।

আরও পড়ুন-দিল্লির পরিস্থিতি সামলাতে সরকারের তরফে বিশেষ টাস্ক ফোর্স

প্রসঙ্গত, গতকাল নয়াদিল্লি-দ্বারভাঙা সুপারফাস্ট এক্সপ্রেসের এস-১ কামরায় একইভাবে আগুন লেগে যায়। জখম হন ৮ যাত্রী। বারবার দুরপাল্লার ট্রেনে এই ধরণের ঘটনায়, রেলের নজরদারি ও যাত্রী নিরাপত্তা দুইই প্রশ্নের মুখে পড়েছে। গত ছয় মাসে এই নিয়ে পাঁচবার রেল দুর্ঘটনা ঘটল।

Latest article