অর্থনীতি এবং শিল্পকলা বিষয়ের পাঠ্যক্রম তৈরিতে পৃথক কমিটি এনসিইআরটির

বিভাগের কমিটির সদস্য রয়েছেন মোট ৩৮ জন। সমস্ত বিষয়ের সঙ্গে শিল্পকলাকে যুক্ত করার বিষয়ে রোডম্যাপ তৈরি করবে শঙ্কর মহাদেবনের কমিটি।

Must read

অর্থনীতি (Economics) এবং শিল্পকলা বিষয়ের পাঠ্যক্রম তৈরি করতে দুটি পৃথক কমিটি তৈরি করল এনসিইআরটি (NCERT)। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠন সংক্রান্ত বিষয়ের ওপর সিদ্ধান্ত নেবে এই কমিটি। অর্থনীতি বিষয়ে পাঠক্রম তৈরির জন্য গঠন করা কমিটির চেয়ারম্যান হলেন অর্থনৈতিক উপদেষ্টা কমিটির সদস্য সঞ্জীব সান্যালকে। শিল্পকলা বিভাগের পাঠক্রম তৈরির কমিটির প্রধান সুরকার শঙ্কর মহাদেবন।

আরও পড়ুন-মণিপুরে আসাম রাইফেলসের টহলদারি দলকে লক্ষ্য করে বিস্ফোরণ

বিভাগের কমিটির সদস্য রয়েছেন মোট ৩৮ জন। সমস্ত বিষয়ের সঙ্গে শিল্পকলাকে যুক্ত করার বিষয়ে রোডম্যাপ তৈরি করবে শঙ্কর মহাদেবনের কমিটি। এছাড়াও ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সামাজিক বিজ্ঞানের পাঠ্যসূচিতে পরিবর্তন করার জন্য ৩৫ সদস্যের কমিটি গঠন করেছে এনসিইআরটি ।

আরও পড়ুন-বৈশালী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, আহত ১৯

গত জুলাইয়ে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে এনসিইআরটি। সেখানে জানানো হয়, তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম, স্টাডি মেটেরিয়াল তৈরির জন্য জাতীয় স্তরে ১৯ জনের একটি কমিটি গঠন করা হয়েছে। অর্থনীতি বিষয়ের জন্য পাঠক্রমের প্রাথমিক খসড়া তৈরির সময়সীমা ২০২৪ সালের ২০ জানুয়ারি। ১০ ফেব্রুয়ারি কমিটিকে চূড়ান্ত খসড়া জমা দিতে বলা হয়েছে। অর্থনীতি বিভাগের জন্য তৈরি করা কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান বিবেক দেবরয়, শ্রী রাম কলেজ অফ কমার্সের অধ্যাপক নবজ্যোতি ডেকা, আশীর্বাদ দ্বিবেদী এবং অঞ্জু ভার্মা।

Latest article