মহুয়া মৈত্রকে বহিষ্কারের বিরোধিতায় সমাজের বিশিষ্টজনেরা

তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) লোকসভার (Loksabha) সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) বহিষ্কারের সুপারিশের বিরোধিতা করে এবার বিবৃতি জারি করলেন সমাজের বিশিষ্টজনেরা।

Must read

প্রতিবেদন: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) লোকসভার (Loksabha) সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) বহিষ্কারের সুপারিশের বিরোধিতা করে এবার বিবৃতি জারি করলেন সমাজের বিশিষ্টজনেরা। প্রাক্তন আমলা থেকে শুরু করে পুলিশ আধিকারিক সহ শতাধিক বিশিষ্ট নাগরিক এই বিষয়ে বিবৃতি জারি করেছেন। ‘জনস্বার্থে’র কথা চিন্তা করে যেন তাঁকে মেয়াদ পূরণের আগেই সরিয়ে না দেওয়া হয়, এমন দাবি জানিয়ে এবার স্পিকার ওম বিড়লাকে আর্জি জানান ১২৩ জন বিশিষ্ট ব্যক্তি।

আরও পড়ুন-অর্থনীতি এবং শিল্পকলা বিষয়ের পাঠ্যক্রম তৈরিতে পৃথক কমিটি এনসিইআরটির

ইএএস শর্মা, অনিতা অগ্নিহোত্রী, অশোক বাজপেয়ী, পি সাইনাথ, পামেলা ফিলিপ, আভা ভাইয়া, আর রঙ্গরাজন, সুরিন্দর কুমার, জগমোহন সিংয়ের মতো শিক্ষাবিদ, আমলা, সাংবাদিক, সমাজকর্মীরা মহুয়ার সমর্থনে সরব হন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি পাঠিয়ে বলা হয় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে যে সব অভিযোগের ভিত্তিতে অপসারিত করার সুপারিশ জানিয়েছে এথিকস কমিটি তা যথেষ্ট অস্বচ্ছ ও ধোঁয়াশাপূর্ণ। বহিষ্কারের আগে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সংসদীয় এবং বিচারবিভাগীয় পর্যালোচনা করা প্রয়োজন।

আরও পড়ুন-মণিপুরে আসাম রাইফেলসের টহলদারি দলকে লক্ষ্য করে বিস্ফোরণ

বিবৃতিতে আরও বলা হয়েছে, সংসদে মহুয়া মৈত্র এমন কিছু বিষয়কে সামনে এনেছেন, যা দেশের মানুষের আগে অজানা ছিল। সংসদ থেকে তাঁকে ভয় দেখিয়ে সরিয়ে দেওয়া সেই সমস্ত বিষয়কে ধামাচাপা দিয়ে দেবে।

Latest article