প্রতিবেদন : ভোট বাজারে মোদির ভাঁওতাবাজি ফাঁস করে দিল তাঁরই সরকার। ছত্তিশগড়ে ভোটপ্রচারে গিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, বিনামূল্যে রেশন (Free Ration) দেওয়ার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হল। অথচ এই প্রকল্পের সরকারি নোটিফিকেশনে বেরোলে দেখা গেল আসলে ২০২৪-এর পয়লা জানুয়ারি থেকে বিনামূল্যে রেশন (Free Ration) প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে। ভোট প্রচারে ভোট টানতে প্রধানমন্ত্রী যে মানুষকে বোকা বানানোর জন্য জেনে-বুঝেই মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ফাঁস হয়ে গেল। গত ৯ বছরে প্রধানমন্ত্রী এরকম প্রচুর মিথ্যের ফানুস উড়িয়েছেন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটমুখী রাজ্যগুলিতে ফায়দা তুলতে খোদ প্রধানমন্ত্রীও মিথ্যে বলতে কসুর করেননি। দলের প্রশ্ন, এই পরিস্থিতিতে সত্যি কথাটি কে বলছেন? প্রধানমন্ত্রী নাকি তাঁরই সরকারের দেওয়া নোটিফিকেশন? সব দেখেশুনে বোঝা যাচ্ছে ২০২৪-এর নির্বাচন জিতে আবার ক্ষমতায় ফিরতে কতটা মরিয়া বিজেপি এবং প্রধানমন্ত্রী নিজেও। তবে যেভাবে একটি সরকারি বিজ্ঞপ্তি মোদির ইমেজের-ব্র্যান্ডের তছনছ করে দিল। লোকসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে দাঁড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার, মিথ্যা কথা বলার দায় থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না প্রধানমন্ত্রী।
আরও পড়ুন-প্রধানমন্ত্রী বা উপাচার্য কারওর নামই থাকবে না, লেখা হবে ৩ ভাষায়