গাজার দায়িত্ব ছাড়ুক হামাস, দাবি আমেরিকার

Must read

প্রতিবেদন : গাজার শাসনভার হামাসের (Gaza- Hamas) মতো জঙ্গিগোষ্ঠীর হাতে না রাখার পক্ষে জোরদার সওয়াল করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই একই দাবি এবার শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গলাতেও। ওয়েস্টব্যাঙ্ক এবং গাজা স্ট্রিপকে পুনর্মিলিত করার পক্ষে সওয়াল করেন বাইডেন। ওয়েস্ট ব্যাঙ্ক এবং গাজা স্ট্রিপকে একত্রিত করে তার শাসনভার প্যালেস্টাইন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার প্রথম সারির সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই বক্তব্য রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেছেন, আমরা শান্তির খোঁজ করছি। এজন্য গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্ককে একটি শাসন কাঠামোর অধীনে আনা প্রয়োজন। প্যালেস্টাইন কর্তৃপক্ষ নতুন ভাবে এর দায়িত্ব নিক। বর্তমানে গাজার (Gaza- Hamas) শাসনক্ষমতায় রয়েছে হামাস। আর হামাস থাকলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মনে করে আমেরিকা ও ইজরায়েল। এদিকে ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্টে দাবি করা হয়, আমেরিকার সঙ্গে হামাস একটি বোঝাপড়ায় আসতে চলেছে। সেজন্য ৫ দিনের যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে আমেরিকা। অন্যদিকে ইজরায়েল সাফ বলেছে, ২৪০ জন পণবন্দিকে মুক্তি না দিলে ইতিবাচক কোনও পদক্ষেপ সম্ভব নয়।

আরও পড়ুন- মার্কিন প্রেসিডেন্ট ভোটে রামস্বামীর মুখে হিন্দুত্ব

Latest article