মার্কিন প্রেসিডেন্ট ভোটে রামস্বামীর মুখে হিন্দুত্ব

Must read

প্রতিবেদন : আগামী বছরই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে নিজেদের সপক্ষে প্রচারের পাশাপাশি নানা বিষয়ে মত বিনিময় করতে দেখা যাচ্ছে বিভিন্ন দলের প্রার্থীদের। ডোনাল্ড ট্রাম্পের পরই রিপাবলিকান প্রার্থী হিসেবে এবার যাঁর নাম আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তিনি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক বিবেক রামস্বামী (Vivek Ramaswamy)।
রিপাবলিকান রামস্বামীর (Vivek Ramaswamy) কথায় উঠে এল তাঁর ধর্মবিশ্বাসের কথা। আগামী নির্বাচনে তিনি যে প্রয়োজনে ধর্মীয় পরিচিতি তুলে ধরবেন তার ইঙ্গিত পাওয়া গেল রামস্বামীর মন্তব্যে। এই সূত্রেই রামস্বামীর মুখে উঠে এল হিন্দুত্ব প্রসঙ্গ। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক যেমন নিজেকে ‘গর্বিত হিন্দু’ বলে থাকেন, তেমনই মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী রামস্বামীও তাঁর হিন্দু ধর্মবিশ্বাস নিয়ে কথা বলতে শুরু করেছেন। পাশাপাশি তিনি বলেছেন খ্রিস্টান ধর্ম নিয়েও।
রামস্বামীর কথায়, আমি একজন হিন্দু। আমার বিশ্বাস, ঈশ্বর আমাদের সকলকে কোনও না কোনও উদ্দেশ্যে পাঠিয়েছেন। আমার বিশ্বাস আমাকে শিখিয়েছে আমাদের সকলের একটা কর্তব্য রয়েছে। একটা নৈতিক কর্তব্য। এভাবেই ঈশ্বর আমাদের কাজে মিশে রয়েছেন। আমরা এখনও বিশ্বাস করি সকলের মধ্যেই ঈশ্বর রয়েছেন। এটাই আমার বিশ্বাসের মূল কথা।

আরও পড়ুন- প্রয়াত ধুম-এর পরিচালক সঞ্জয় গাধভী

Latest article