১৭ দিন পর, অবশেষে একে একে উদ্ধার করা যাচ্ছে শ্রমিকদের

Must read

টানা ১৭ দিন পর আটকে পড়া ৪১ শ্রমিককে (Uttarkashi Tunnel Collapse) বের করে আনা গেল। তার মধ্যে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১০ জন শ্রমিককে উদ্ধার করা গিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই সুড়ঙ্গের (Uttarkashi Tunnel Collapse) বাইরেই অপেক্ষা করছিল অ্যাম্বুল্যান্স-চিকিৎসকরা। শ্রমিকদের বের করে আনা মাত্রই অ্যাম্বুল্যান্সে করে গ্রিন করিডরের মাধ্য়মে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাডও। দরকার হলে শ্রমিকদের কপ্টারে দেহরাদুন নিয়ে যাওয়া হবে। এদিন উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গের বাইরে সকাল থেকেই অপেক্ষা করছিলেন আটকে থাকা শ্রমিকদের পরিবারের সদস্যরা। আটকে পড়া শ্রমিকদের বাইরে আসামাত্রই তাদের চোখে আনন্দের অশ্রু বইতে থাকে।

ইঁদুরের মতো গর্ত খুঁড়ে সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধারের কাজ চলছিল। সেই মাইক্রোটানেল খননের কাজ শেষ হল। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তার পরেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসতে পারবেন ৪১ জন শ্রমিক। প্রসঙ্গত, গত ১২ নভেম্বর থেকে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে ছিলেন শ্রমিকেরা। বিভিন্ন পথে চলছিল উদ্ধারকাজ। একটি পরিকল্পনা ব্যর্থ হলে শুরু হয়েছিল অন্য উপায়ে উদ্ধারকাজ।এত দিন সুড়ঙ্গের ভিতরে প্রতিদিন তাঁদের পাঁচ ঘণ্টা করে কাউন্সেলিং চলেছে। পাশাপাশি বাইরে থেকে চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষা করেছেন। খোঁড়ার প্রথম ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে মঙ্গলবার সকালে।তাতে দেখা গিয়েছে, চার জন শ্রমিক কাজ করছেন। তাঁদের মধ্যে তিন জন একটি পাইপের ভিতর থেকে বেরিয়ে থাকা দড়ি টানছেন। আর চতুর্থ জন পাশে দাঁড়িয়ে রয়েছেন। এ ভাবেই শেষপর্যন্ত এল সাফল্য।

আরও পড়ুন-চুক্তি করে ৪ দিনের যুদ্ধবিরতি মধ্যস্থ কাতার, মুক্ত ৫০ পণবন্দি

 

Latest article