শেষ রক্ষা না হলেও বিশ্বকাপে একাধিকবার নিজের টিমকে ভয়ানক পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন মহম্মদ শামি (Mohammad Sami)। এবার মাঠের বাইরেও নায়ক হয়ে উঠলেন তিনি। দুর্ঘটনার কবলে পড়া এক ব্যক্তির জীবন বাঁচালেন নৈনিতালে। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি এবং জানান ওই ব্যক্তি খুব ভাগ্যবান এবং ঈশ্বর ওনাকে নতুন জীবন দিয়েছেন। পথ দুর্ঘটনার কবলে পড়া এক যুবকের প্রাণ বাঁচিয়ে তোলার সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।
আরও পড়ুন-হেমন্তের অরণ্যে তিনি পোস্টম্যান
বিশ্বকাপ শেষ হতেই কিছুটা নিজের মত সময় কাটাতে নৈনিতালে বেড়াতে গিয়েছেন মহম্মদ শামি। তাছাড়াও সেন্ট মেরি কনভেন্ট স্কুলের একটি অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গিয়েছেন বলেই খবর। সেখানেই দুর্ঘটনাগ্রস্ত এক যুবকের প্রাণ বাঁচালেন তিনি। নৈনিতালের হিল রোডে ওই যুবকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাহাড়ের ঝোপে পড়ে গিয়েছে, গাড়িতেই আটকে রয়েছেন সেই যুবক। শামি এবং তাঁর সঙ্গে থাকা আরও কয়েকজন দেখতে পেয়ে ওই যুবককে উদ্ধার করেন।
আরও পড়ুন-পরিবেশবান্ধব সবুজ বাজির নতুন নীতি ঘোষণা, ক্লাস্টার গড়তে আর্থিক সাহায্য রাজ্যের
একটি ভিডিও শেয়ার করে এদিন তিনি লিখেছেন, ‘উনি খুবই ভাগ্যবান। ঈশ্বর তাঁকে দ্বিতীয় জন্ম দিয়েছেন। নৈনিতালের পাহাড়ি রাস্তায় আমার গাড়ির ঠিক সামনেই তাঁর গাড়ি পাহাড় থেকে নীচে পড়ে যায়। আমরা তাঁকে নিরাপদে বের করে এনেছি। ঈশ্বর সহায় হলে সবকিছুই হয়। আজ এই ব্যক্তি নতুন জীবন পেয়েছে। ঈশ্বর ওকে নতুন জীবন দিয়েছে।’
আরও পড়ুন-মেয়েদের জয়
প্রসঙ্গত, বিশ্বকাপে সাতটি ম্যাচ খেলে ২৪টি উইকেট নিয়েছেন মহাম্মদ শামি। তাঁর সেরা বোলিং নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এবার মাঠের বাইরেও তিনি নায়ক হয়ে উঠলেন।