প্রতিবেদন : করোনা মহামারীর আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে চিনে শিশুদের মধ্যে শ্বাসকষ্টজনিত রোগ অস্বাভাবিক হারে বেড়ে চলার ঘটনা ঘুম উড়িয়েছে চিকিৎসক মহলের। অনেকেরই মনে প্রশ্ন, এর পরিণতি কোভিড-১৯ ভাইরাসের মতো হবে না তো? কারণ কোভিডের উৎসস্থলও তো চিনই। চিন থেকেই সেই ভাইরাস ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে।
আরও পড়ুন-হামাসের কবল থেকে মুক্ত মেয়ে, বন্দি এখনও ছেলে, খুশির সঙ্গে উদ্বেগে রেগেব দম্পতি
এদিকে চিনে নতুন এক রোগের প্রকোপ শুরু হয়েছে। শিশুরাই মূলত আক্রান্ত হচ্ছে। ইনফ্লুয়েঞ্জার মতো অজানা নিউমোনিয়া সংক্রমণ ঘটছে। আশঙ্কা, এর প্রভাব ভারতেও পড়বে না তো? এবার এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বিবৃতি প্রকাশ করল। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আপাতত অজানা নিউমোনিয়া ভারতে ছড়িয়ে পড়ার কোনও সম্ভাবনা নেই। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে রাজ্যগুলিতে স্বাস্থ্য পরিষেবা কেমন, আচমকা রোগীদের ভিড় সামলাতে হাসপাতালগুলি কতটা প্রস্তুত, তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক।