মধ্যপ্রদেশে বালিচুরি রুখতে গিয়ে খুন সরকারি অফিসার

ট্রাক্টরে পিষে মারল বালি মাফিয়ারা

Must read

প্রতিবেদন : আবার সেই মধ্যপ্রদেশ (Madhya pradesh)। এই বিজেপি রাজ্যে আইন রক্ষা করতে গিয়ে বারবারই সরকারি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে চলেছে। এবার বালি মাফিয়ারা মেরে ফেলেছে রাজ্য সরকারের আধিকারিককে। বালি মাফিয়াদের বেআইনি কাজ ও দৌরাত্ম্য থামাতে গিয়ে প্রাণ দিতে হয়েছে রাজস্ব দফতরের অফিসারকে।
ক’দিন আগে বিহারেও এরকম একটি ঘটনা ঘটেছিল। সেখানে ট্রাক্টরের চাকায় পুলিশকর্মীকে পিষে মেরেছিল বালি মাফিয়ারা। এবার মধ্যপ্রদেশেও (Madhya pradesh) একই ঘটনার পুনরাবৃত্তি। বালি মাফিয়াদের হাতে খুন রাজস্ব দফতরের আধিকারিক। ট্রাক্টরের চাকায় তাঁকে পিষে মারা হয়েছে। গভীর রাতে সোন নদীতে অবৈধ বালি চুরি চলছিল। খবর পেয়ে তা রুখতে গিয়েই প্রাণ যায় তরুণ সরকারি আধিকারিকের।
রবিবার পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে খুন হয়েছেন রাজস্ব দফতরের আধিকারিক প্রসন্ন সিং। ঘটনাটি শাহদোল জেলার। সোন নদীতে গোপালপুরে চলছিল অবৈধ বালি তোলার কাজ। খবর পেয়ে সেখানে হাজির হন চার সদস্যের সরকারি আধিকারিকদের দল। দেওলন্দের পুলিশ আধিকারিক রাজকুমার মিশ্র বলেন, বালিবোঝাই একটি ট্রাক্টরকে থামতে বলেছিলেন প্রসন্ন। চালক না থেমে আধিকারিকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। চাকায় পিষে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাটোয়ারি পদের ওই আধিকারিকের। ঘটনার পরে পালিয়ে যায় অভিযুক্ত ট্রাক্টর চালক। তদন্তে নেমে রবিবার সকালে অভিযুক্ত শুভম বিশ্বকর্মাকে (২৫) গ্রেফতার করে পুলিশ। ঘাতক ট্রাক্টরটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার সময় মৃত প্রসন্নের সঙ্গে থাকা এক রাজস্ব আধিকারিকের বক্তব্য, গত বৃহস্পতিবারও এলাকায় বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়। এরপরেই প্রতিশোধ নিতে এই ঘটনা।

আরও পড়ুন- নিউমোনিয়া বাড়ছে চিনে, সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্র

Latest article