আজ, বুধবার কলকাতায় সভা করছে বিজেপি (BJP)। আজই বাংলার ‘বঞ্চনা’ তুলে পাল্টা সভা তৃণমূলের। এদিন বিধানসভায় (Bidhansabha) কালো পোশাক পরে প্রতিবাদে সরব হলেন তৃণমূল বিধায়করা। জানালেন তিনদিন ধরনা কর্মসূচি পালন করবেন তাঁরা। রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি এমন অভিযোগ নতুন নয়। দিনের পর দিন মিথ্যে অভিযোগ আনা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। গ্রেফতার করা হলেও করতে কিছুই প্রমাণ করতে পারছে না কেন্দ্রীয় এজেন্সী। এদিন শুধু বিধায়করা নন, মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) কালো পাড়ের শাড়ি ও কালো শাল নিয়ে বিধানসভায় এসেছেন।
আরও পড়ুন-পরমব্রতর পরিবর্তে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা অনুষ্ঠান সঞ্চালনা করবেন চূর্ণী
প্রসঙ্গত, ২০২১ সালে অমিত শাহ এসে বলেছিলেন, ‘আপকি বার দুশো পার’। দু’শো তো অনেক দূর, তবে তিন থেকে সাতাত্তর হয়েছিল সেই বার। আসন্ন লোকসভা নির্বাচনে এই মঞ্চ থেকেই যে শাহ আবার তেমন কিছুই বলবেন এই নিয়ে নিশ্চিত রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেস কোনও ভাবেই নিজেদের জমি ছাড়বে পাল্টা প্রতিবাদ কর্মসূচি করে তারাও সেটা বুঝিয়ে দিয়েছে।
আরও পড়ুন-‘মোটা ভাই. ভোট নাই’ বাংলায় ডেইলি প্যাসেঞ্জার অমিত শাহ ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়
উল্লেখ্য, বিধানসভায় এখন শীতকালীন অধিবেশন চলছে। তৃণমূল কংগ্রেস তরফে জানানো হয় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ স্বরূপ তাঁদের বিধায়করা সবাই বুধবার কালো পোশাক পরে বিধানসভায় যাবেন। তৃণমূল কংগ্রেস বিধায়কদের এই কালো পোশাক পরার সিদ্ধান্ত বিপাকে ফেলেছে বঙ্গ–বিজেপির নেতারা। ভাবতে পারেননি এমন ঘটনা ঘটবে। শাহের সামনে কালো পোশাক পরে তৃণমূল কংগ্রেস বিধায়করা কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টিই তুলে ধরবেন বলেই জানা গিয়েছে।