‘মোটা ভাই. ভোট নাই’ বাংলায় ডেইলি প্যাসেঞ্জার অমিত শাহ ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়

আজ অমিত শাহর আগমন উপলক্ষে সারা কলকাতা জুড়ে পড়েছে পোস্টার। সোশ্যাল মিডিয়া জুড়েও ঝড় উঠতে চলেছে সকাল ১০-টা থেকে

Must read

শিয়রে মহাযুদ্ধ। অতএব পরিযায়ী পাখির মত ফের বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছেন বাংলার শীর্ষ নেতৃত্ব। আজ বুধবার কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সারা বছর দেখা না পাওয়া গেলেও ভোটের মুখে দেখা মিলবেই। ডেইলি প্যাসেঞ্জারি দেখলেই জনগণ এখন ধরেই নিতে পারে সামনে ভোট। প্রসঙ্গত, বাংলার বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে আজ শামিল হতে চলেছে তৃণমূলের ছাত্র-যুবরা। অমিত শাহ কলকাতায় ময়দানে দাঁড়িয়ে সভা করে বাংলার মা-মাটি-মানুষের সরকারের বিরুদ্ধে কুৎসা করবেন। কিন্তু প্রকাশ্যে আনবেন না নিজেদের খামতির কথা। এই অবস্থায়, দলের ছাত্র-যুবরা বাংলার বঞ্চনার কথা স্মরণ করিয়ে তাঁর উদ্দেশে ৫১ হাজার খোলা চিঠি লিখেছেন।

আরও পড়ুন-সকালেই বন্ধ শ্যামবাজার গামী সেন্ট্রাল অ্যাভিনিউ-এর রাস্তা, বিপাকে নিত্যযাত্রীরা

শুধু তাই নয় আজ অমিত শাহর আগমন উপলক্ষে সারা কলকাতা জুড়ে পড়েছে পোস্টার। সোশ্যাল মিডিয়া জুড়েও ঝড় উঠতে চলেছে সকাল ১০-টা থেকে। বলা হচ্ছে মোটা ভাই অমিত শাহ পুনরায় বাংলায় প্যাসেঞ্জারি শুরু করেছেন। কিন্তু ঠিক যে কারনে তিনি আসছেন? সেই “ভোট” যে আর তার দলের জন্য নেই!

আরও পড়ুন-আজ কালো পোশাকে হবে উত্তাল প্রতিবাদ, দ্য গ্রেট লুটেরা

পোস্টার পড়েছে আজ শহরের বিভিন্ন এলাকায় যেমন, নাগেরবাজার মোড়, ফুলবাগান আইল্যান্ড, ফুলবাগান SBI, কাঁকুড়গাছি আইল্যান্ড, কাঁকুড়গাছি মোড়, পুরনো পেট্রোল পাম্প, হাডকো টু রাজারহাট ক্রসিং, বিধাননগর স্টেশন, উল্টোডাঙ্গা ফ্লাইওভার, VIP Road কানেক্টর, সল্টলেক বিকাশ ভবন, করুণাময়ী সল্টলেক, বিধাননগর আজাদহিন্দ, কলেজ মোড়, হাতিবাগান মোড়, শ্যামবাজার মোড়, গিরিশ পার্ক (সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং), গিরিশ পার্ক (বিবেকানন্দ ক্রসিং), শোভাবাজার, বিবেকানন্দ রোড, রাজাবাজার মোড়, মৌলালি SN ব্যানার্জি রোড ক্রসিং, তালতলা মোড়, চাঁদনী চক মেট্রো, ডরিনা ক্রসিং, হেঁদুয়া বিধান সরণী, সুকিয়া স্ট্রীট মোড়, রাজা দিনেন্দ্র স্ট্রীট ক্রসিং, শ্রীমানি বাজার রবীন্দ্র সরণী, রাম মন্দির পেট্রোল পাম্প, হ্যারিসন রোড, (এমজি রোড, আর্মহারস্ট স্ট্রীট ক্রসিং), শিয়ালদহ স্টেশন, শিয়ালদহ ব্রিজ, বিবি গাঙ্গুলি স্ট্রীট, (বউবাজার ক্রসিং)

Latest article