পরমব্রতর পরিবর্তে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা অনুষ্ঠান সঞ্চালনা করবেন চূর্ণী

হাতে মাত্র কয়েকটি দিন। সামনেই ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International film festival)

Must read

হাতে মাত্র কয়েকটি দিন। সামনেই ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International film festival) । সেজে উঠছে নন্দন-সহ কলকাতার বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ। অভ্যর্থনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা হবে মহানায়ক উত্তম কুমারের ক্লাসিক ছবি দেখানো দিয়ে। শুধু রাজ্যের নয়, এদিনের ওপেনিং সেরিমনিতে অনুষ্ঠানে দেশ-বিদেশের বহু প্রখ্যাত সিনে ইন্ডাস্ট্রির তারকারা উপস্থিত থাকবেন। প্রতিবার এই অনুষ্ঠানের অ্যাঙ্কারিংয়ের দায়িত্বে থাকেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী জুন মালিয়া। যিশু সেনগুপ্তকেও দেখা গিয়েছিল এই দিন।

আরও পড়ুন-‘মোটা ভাই. ভোট নাই’ বাংলায় ডেইলি প্যাসেঞ্জার অমিত শাহ ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়

জানা যাচ্ছে, এই বছর পরমব্রত চট্টোপাধ্যায় উৎসবের শুভ সূচনাতে শহরে থাকবেন না। তাই এই বছর সঞ্চালনার দায়িত্বে থাকছেন জুন মালিয়ার সঙ্গে অভিনেত্রী চূর্নী গঙ্গোপাধ্যায়। চূর্নী গঙ্গোপাধ্যায়ের হিন্দি ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ বক্স অফিসে সুপারহিট। এই ছবিতে আলিয়া ভাটের মায়ের চরিত্রে দেখা গেছে চূর্নীকে। এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বলিউডের শাহরুখ খান, সলমন খান, জয়া বচ্চন, সোনাক্ষী সিংহ, অনিল কাপুর উপস্থিত থাকতে পারেন। মনিরত্নম, অনুরাগ বসু ও সুধীর মিশ্র থাকতে পারেন। এই বছর ফোকাস কান্ট্রি স্পেন এবং অস্ট্রেলিয়ার। এই চলচ্চিত্র উৎসবে পরিচালক মৃণাল সেন ও দেব আনন্দকে উৎসর্গ করে ছবির প্রদর্শনী হতে চলছে।

Latest article