প্রতিবেদন : আই লিগ তৃতীয় ডিভিশন লিগে খেলতে বৃহস্পতিবার সকালেই বেঙ্গালুরু রওনা হচ্ছে ডায়মন্ড হারবার এফসি। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে এবার প্রথমবার খেলেই অল্পের জন্য খেতাব হাতছাড়া করেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। কলকাতা লিগ ভুলে ডায়মন্ড হারবারের কোচ, ফুটবলার, কর্তাদের ফোকাস এখন আই লিগে। ধাপে ধাপে আই লিগের মূলপর্বে খেলাই লক্ষ্য অভিষেকের ক্লাবের। তাই নিয়ম মেনে তৃতীয় ডিভিশনে খেলেই উপরে উঠতে চায় ডায়মন্ড হারবার। সেই লক্ষ্যেই আই লিগে পরের ধাপে (দ্বিতীয় ডিভিশন লিগ) ওঠার লড়াই শুরু হচ্ছে কিবু ভিকুনার দলের।
আরও পড়ুন-রেশন দোকানে ওজনে কারচুপি রুখতে বসছে নতুন যন্ত্র
ডায়মন্ড হারবার রয়েছে ‘ডি’ গ্রুপে। বেঙ্গালুরুতে ৩ ডিসেম্বর ডায়মন্ড হারবারের প্রথম ম্যাচ দিল্লির ভাটিকা এফসি-র বিরুদ্ধে। স্থানীয় নেহরু স্টেডিয়ামেই হবে সব ম্যাচ। ৫ ডিসেম্বর কিবুর দলের প্রতিপক্ষ পাঞ্জাবের ডোয়াবা ইউনাইটেড এফসি। ডিসেম্বরের ৯ তারিখ হায়দরাবাদের আব্বাস ইউনিয়ন এফসি-র বিরুদ্ধে খেলবে ডায়মন্ড হারবার। ১১ ডিসেম্বর স্থানীয় দল স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুর মুখোমুখি হবে ডায়মন্ড হারবার। গ্রুপ সেরা দল সরাসরি দ্বিতীয় ডিভিশন আই লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। চ্যাম্পিয়ন হয়েই কলকাতায় ফেরার লক্ষ্য ডায়মন্ড হারবারের।
আরও পড়ুন-আন্তর্জাতিক বাণিজ্যমেলা, রেকর্ড ব্যবসা বাংলার
আই লিগ তৃতীয় ডিভিশনে খেলার লক্ষ্যে কলকাতা লিগের দলে বেশ কিছু পরিবর্তন করেছে অভিষেকের ক্লাব। মোহনবাগান, ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলা কেরালাইট স্ট্রাইকার জবি জাস্টিনকে দলে নিয়েছে ডায়মন্ড হারবার। বিভিন্ন পজিশনে খেলতে পারা কার্যকরী ফুটবলার হিসেবে কাস্টমস থেকে আরিয়ানকে সই করানো হয়েছে। ফরোয়ার্ড ও উইঙ্গার হিসেবেও খেলতে পারেন আরিয়ান। এছাড়াও বাংলার হয়ে সন্তোষ ট্রফি ও জাতীয় গেমসে ভাল খেলা স্ট্রাইকার নরহরি শ্রেষ্ঠাকেও দলে নেওয়া হয়েছে।
আরও পড়ুন-ইউক্রেনকে অস্ত্র সরবরাহে রাশ টানার উদ্যোগ
ডায়মন্ড হারবার ক্লাবের সচিব প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলেছেন, ‘‘কলকাতা লিগে ফরোয়ার্ড লাইনে রাহুল পাসোয়ান একা হয়ে পড়ছিলেন। ভাল মানের পজিটিভ স্ট্রাইকারের অভাববোধ করেছে দল। জবি, নরহরি, আরিয়ানরা আসায় দলের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে। আশা করি, আই লিগের তৃতীয় ডিভিশনে দল ভাল খেলবে এবং চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করবে।’’
গত কয়েক সপ্তাহ ধরে লিগের প্রস্তুতি ভালভাবে সেরেছে ডায়মন্ড হারবার। সাতটা প্রস্তুতি ম্যাচ খেলে টিম কম্বিনেশন পরখ করে নিয়েছেন কোচ কিবু। এবার মাঠে নিজেদের প্রমাণ করার পালা।