রেশন দোকানে ওজনে কারচুপি রুখতে বসছে নতুন যন্ত্র

Must read

প্রতিবেদন : রেশন দোকানের (Ration Shops) ওজন নিয়ে অভিযোগ নতুন নয়। এবার সেই বিষয়টি নিয়ে কড়া মনোভাব নিল খাদ্য দফতর। এবার ওজনে কারচুপি ধরবে আর এক ‘ওজনযন্ত্র’। ডিসেম্বর থেকেই সেই কারচুপি ধরার বৈদ্যুতিন ওজনযন্ত্র সক্রিয় করে দেওয়া হবে সব রেশন দোকানে (Ration Shops)। ‘ওয়েয়িং স্কেল’ নামে এই যন্ত্র ইতিমধ্যেই ২০ হাজারের মধ্যে ১৮ হাজার রেশন দোকানে বসিয়ে দিয়েছে খাদ‌্য দফতর। জানা গিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সব দোকানে সেই যন্ত্র বসানোর কাজ শেষ হয়ে যাবে। তারপরই তাদের সক্রিয় করে দেওয়া হবে। চলতি বছরে বায়োমেট্রিকের প্রয়োজনে আধার কার্ড নম্বর আপডেট করার পাশাপাশি হাতের আঙুলের ছাপ মিলিয়ে নেওয়ার কাজ শুরু করে খাদ‌্য দফতর। এরপরেও সমস‌্যা হচ্ছিল। হাতের আঙুলের ছাপ না মেলাতে পারায় গ্রাহকের পরিচিতি নিয়ে সমস‌্যা হচ্ছিল।
তার পরই চোখের মণি মিলিয়ে দেখার জন‌্য আইরিশ স্ক‌্যানার পদ্ধতি আসে রেশন দোকানে। বছরের শুরুর দিকেই সেই পদ্ধতিতে গ্রাহকের পরিচিতি মিলিয়ে দেখার সঙ্গে সঙ্গে আগামিদিনে ‘ওয়েয়িং স্কেল’-কে সামনে আনার কথা জানিয়ে দেওয়া হয়েছিল। পুজোর আগে থেকে রাজ‌্যজুড়ে সেই কাজ শুরু হয়। গ্রাহকপিছু বরাদ্দ আর আর গ্রাহক কত রেশন পাচ্ছেন এই হিসাব নিখুঁতভাবে মেলাতেই ওয়েয়িং স্কেলের ব‌্যবহার শুরু করতে চলেছে খাদ‌্য দফতর।

আরও পড়ুন-ধর্মতলার সভা ফ্লপ হতেই বিধানসভায় এসে সাসপেন্ড গদ্দারের অসভ্যতা, বঞ্চনার প্রতিবাদে বিধায়কদের ধরনায় মুখ্যমন্ত্রী

Latest article