আন্তর্জাতিক বাণিজ্যমেলা, রেকর্ড ব্যবসা বাংলার

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : দিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্যমেলায় (International trade fair) রেকর্ড পরিমাণে ব্যবসা করেছে বাংলার প্যাভিলিয়ন। প্রতিবারই দিল্লির প্রগতি ময়দানের আন্তর্জাতিক বাণিজ্যমেলায় (International trade fair) বাংলার প্যাভিলিয়ন থাকে। রাজ্য সরকারের বিভিন্ন দফতর ও বিভাগের তরফে বাংলার প্যাভিলিয়নে নানা ধরনের স্টল দেওয়া হয়। দিল্লির রেসিডেন্ট কমিশনের তরফে জানা গিয়েছে, মাত্র ১৪ দিনে মোট ৫০ লক্ষ টাকারও বেশি অঙ্কের ব্যবসা করেছে বাংলার প্যাভিলিয়ন। শুধুমাত্র বিশ্ববাংলার স্টল থেকেই বিক্রি হয়েছে আড়াই লক্ষ টাকারও বেশি অঙ্কের সামগ্রী। সেইসঙ্গে এবার যোগ হয়েছে মুখ্যমন্ত্রীর নতুন উদ্যোগ ‍‘বাংলার শাড়ি’। নতুন এই স্টল থেকেই ব্যবসা এসেছে ২ লক্ষাধিক টাকার উপরে।
দিল্লির রেসিডেন্ট কমিশনের তরফে জানানো হয়েছে, প্রায় প্রতিটি স্টল থেকেই এবার ভাল ব্যবসা হয়েছে। এমনকী, রাজ্যের মহিলা সমবায় থেকেও বিক্রি হয়েছে ৩ লক্ষ টাকার বেশি সামগ্রী। বাংলার জনপ্রিয় ব্র্যান্ড তন্তুজ সাড়ে ১১ লক্ষ টাকার বেশি অঙ্কের ব্যবসা করেছে। এবারের নতুন স্টল রাজ্যের আদিবাসী উন্নয়ন দফতর থেকেও ব্যবসা প্রায় ৫৬ হাজার টাকার। সব মিলিয়ে রাজ্যের প্যাভিলিয়নের ১৫টি স্টল থেকে আয় হয়েছে ৫৩ লক্ষ ২৫ হাজার ৯৬৭ টাকা। এবারের বাণিজ্যমেলায় স্বচ্ছতার জন্যে পুরস্কৃত হয়েছে বাংলা। রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, এবার রাজ্যের প্যাভিলিয়ন রেকর্ড ব্যবসা করেছে। বাংলার সামগ্রীর প্রচুর চাহিদা ছিল এবারের বাণিজ্যমেলায়।

আরও পড়ুন- দণ্ডসংহিতা: বিরোধীদের দাবি উড়িয়ে বিল পাশে মরিয়া কেন্দ্র

Latest article