সংবাদদাতা, বোলপুর : ধর্মতলার (Dharmatala) দলীয় সভায় ডাক না পেয়ে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। বুধবার বোলপুরে দলীয় কর্মীর বাড়িতে বসে শাহি-সভা দেখার পর বুথ সভাপতির বাড়ি থেকেই বঙ্গ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে অনুপম বলেন, তিন বছর ধরে এটাই চলছে। সংগঠনের ভুলত্রুটি হাটে হাঁড়ি ভাঙার মতো বলে দেব বলেই দিল্লির কোনও নেতা এলে আমাকে ডাকা হয় না।
আরও পড়ুন-‘মোটা ভাই. ভোট নাই’ বাংলায় ডেইলি প্যাসেঞ্জার অমিত শাহ ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়
এর ফলে লোকসভা নির্বাচনে বাংলায় দলের লক্ষ্যমাত্রা ৩৫ আসন পাওয়া তো দূর অস্ত, পাঁচটিও পাবে কি না সন্দেহ। অর্থাৎ অমিত শাহের বেঁধে দেওয়া ৩৫ আসনের লক্ষ্যের বিরুদ্ধে মুখ খুললেন তাঁর দলেরই এক সর্বভারতীয় সম্পাদক। এর আগে বহুবার বিজেপিকে চোরদের হাত থেকে বাঁচাবার কথাও বলেন তিনি। আসলে এই ঘটনায় বঙ্গ বিজেপির গোষ্ঠীকোন্দল ফের একবার প্রকাশ্যে চলে এল।