যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের র‍্যাগিংয়ের অভিযোগ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে ফের র‍্যাগিংয়ের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসে।

Must read

প্রতিবেদন : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে ফের র‍্যাগিংয়ের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসে। তবে নিজের নাম গোপন রেখে স্নাতকোত্তরের প্রথমবর্ষের ওই পড়ুয়া ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানিয়েছেন বলে খবর। আর পুরো বিষয়টি সামনে আসতেই ফের নতুন করে সংবাদ শিরোনামে উঠে এল যাদবপুর।

আরও পড়ুন-বহিরাগতদের এনে ভিড় দেখানোর চেষ্টা, ব্যর্থ বঙ্গ বিজেপি! শাহের ফ্লপ শো ধর্মতলায়

সূত্রের খবর, অভিযোগপত্রে ওই ছাত্র জানিয়েছেন হস্টেলে থাকতে নিরাপদ বোধ করছি না। এমন পরিস্থিতিতে আর যাই হোক, লেখাপড়া চালিয়ে যাওয়া কোনওমতেই সম্ভব নয়। গত অগাস্ট মাসেই বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলেই র‍্যাগিংয়ের কারণে ছাত্রমৃত্যুর অভিযোগ সামনে এসেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নয়া অভিযোগে অস্বস্তিতে শতাব্দীপ্রাচীন এই বিশ্ববিদ্যালয়। তবে এই ছাত্রমৃত্যুর ঘটনার পরই তড়িঘড়ি ক্যাম্পাসকে র‍্যাগিংমুক্ত করতে একাধিক পদক্ষেপ করা হয়েছিল। কিন্তু তারপরেও কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। কিন্তু র‍্যাগিংয়ের নয়া অভিযোগ সামনে আসার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন কী পদক্ষেপ নেন সেদিকে নজর থাকবে। তবে লাগাতার এমন অভিযোগে ফের প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের নিরাপত্তা।

Latest article