প্রতিবেদন : তৃতীয় ডিভিশন আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার বেঙ্গালুরু পৌঁছে গেল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। ৩০ জন ফুটবলার এবং ১০ জন সাপোর্ট স্টাফ-সহ মোট ৪০ জনের স্কোয়াড নিয়ে আই লিগ খেলতে গিয়েছে কিবু ভিকুনার প্রশিক্ষণাধীন দল। সেনা রালতের চোট থাকলেও তাঁকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। দ্রুত ফিট হচ্ছেন এই পাহাড়ি উইঙ্গার। বৃহস্পতিবার দুপুরের মধ্যে বেঙ্গালুরু পৌঁছে বিশ্রাম নিয়েছেন ফুটবলাররা। শুক্রবার দুপুরে বেঙ্গালুরু সাইয়ের মাঠে অনুশীলন করবেন জবি জাস্টিনরা।
আরও পড়ুন-চাপে ম্যান ইউ, শেষ ষোলোয় আর্সেনাল
লিগে ডায়মন্ড হারবারের প্রথম ম্যাচ রবিবার ৩ ডিসেম্বর। প্রতিপক্ষ দিল্লির ভাটিকা এফসি। প্রথম ম্যাচে নামার আগে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে দু’দিন প্রস্তুতির সুযোগ পাচ্ছে কিবুর দল। ‘ডি’ গ্রুপে ডায়মন্ড হারবার চারটি ম্যাচই খেলবে স্থানীয় জওহরলাল নেহরু স্টেডিয়ামে। প্রতিপক্ষ নিয়ে বেশি না ভেবে নিজেদের শক্তির উপর ভরসা রাখতে চান ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচ। ৫ ডিসেম্বর মঙ্গলবার ডায়মন্ড হারবার খেলবে পাঞ্জাবের ডোয়াবা ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে।
আরও পড়ুন-সুরাটের অগ্নিকাণ্ডে কারখানা থেকে অবশেষে উদ্ধার সাতজনের দেহ
৯ ও ১১ ডিসেম্বর জবিদের প্রতিপক্ষ যথাক্রমে আব্বাস ইউনিয়ন এফসি এবং স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু। ডায়মন্ড হারবার ক্লাবের সচিব প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলেছেন, ‘‘মাত্র দু’বছর আগে দল নামিয়েই ডায়মন্ড হারবার এই জায়গায়। আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তা সম্ভব হয়েছে। আমরা ধাপে ধাপে দেশের এক নম্বর লিগ খেলার দিকে এগোতে চাই। তার জন্য সবার আগে আই লিগের মূলপর্বে খেলাই লক্ষ্য আমাদের।’’