উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক সদর্থক হয়েছে। সোমবার বিকেলে রাজভবনে প্রায় একঘণ্টা সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকের পরে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে আলোচনা করতে রাজভবনে যান মুখ্যমন্ত্রী। বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপাচার্য নিয়োগের বিষয়ে সুপ্রিম কোর্ট দ্বিপাক্ষিক আলোচনার নির্দেশকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আলোচনাই সমস্যা সমাধানের সব থেকে প্রকৃষ্ট উপায়। তাঁর কথায়, এদিন বেশ কিছু বিষয়ে ঐক্যমত হয়েছে। যে আইন আনা হচ্ছে রাজ্যপালের তা নিয়ে কোনও আপত্তি নেই বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
দিন কয়েক আগে আনন্দ বোস আলোচনায় ডাকলেও ব্যস্ততার কারণে নির্ধারিত দিনের মধ্যে সময় দিতে পারেননি বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন প্রথমে বিধানসভার অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তার পর মিউজিয়াম উদ্বোধন করে বিকাল পাঁচটা নাগাদ যান রাজভবনে। মুখ্যমন্ত্রী বলেন, “সুপ্রিম কোর্ট যেটা বলেছেন তাতে ভাল হবে। রাজ্য সরকার ৫ সদস্যের কমিটি করেছিল, উনি সেই সময় অর্ডিন্যান্সে সই করেছিলেন। তাই এতে কোনও আপত্তি থাকতে পারে না।”
আরও পড়ুন- নতুন করে হিংসা ছড়াল মণিপুরে, মৃত ১৩
রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য এবং রাজভবন দীর্ঘদিন ধরেই ঠাণ্ডা লড়াই চলছে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়ান। মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত স্পষ্ট জানায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল ও রাজ্য সরকার বৈঠক করে সিদ্ধান্ত নেবে। বৈঠকে ডাকতে হবে ইউজিসি প্রতিনিধিদেরও। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন রাজ্য সরকারের প্রতিনিধি এবং রাজ্যপালের মধ্যে আলোচনার ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে হবে l তবে, এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমার মনে হয়েছে, যে ভাবে কথা বার্তা হয়েছে, তাতে কোনও বিভ্রান্তি হবে না। আপনারা সব সময় রাজ্য সরকার-রাজ্যপালের মধ্যে ঝগড়া করে দেন।“