নতুন করে হিংসা ছড়াল মণিপুরে, মৃত ১৩

Must read

মণিপুরে (Manipur Violence) থামছেই না অশান্তি। সোমবার বিকেলে বিজেপি শাসিত মণিপুরের টেংনুপাল জেলায় নতুন করে হিংসার ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। নিরাপত্তা বাহিনীর সেনারা জানিয়েছেন, দুপুরের দিকে, লেইথুতে জঙ্গিদের দুটি দলের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। টেংনুপাল জেলার সাইবোলের কাছে এই গ্রাম। আমাদের বাহিনী লেইথু গ্রামে ঢুকে ১৩ টি মৃতদেহ (Manipur Violence) দেখতে পায়। মৃতদেহের পাশে কোনো অস্ত্র খুঁজে পাওয়া যায়নি।

আরও পড়ুন- বাংলাকে ‘অর্থনৈতিকভাবে অবরুদ্ধ’ করতে চাইছে কেন্দ্র, লোকসভায় অভিযোগ সুদীপের

সেনা আধিকারিক জানিয়েছেন, দেখে মনে হচ্ছে মৃতরা লেইথু এলাকার নয়। এবং অন্য জায়গা থেকে আসার পরে তারা একটি আলাদা দলের সঙ্গে অগ্নিসংযোগে জড়িয়েছিলেন। পুলিশ বা নিরাপত্তা বাহিনী নিহতদের পরিচয় এখনও জানায়নি। আধিকারিক জানিয়েছেন,“পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তারা বিষয়টি তদন্ত করবে।” মণিপুরে ৩ মে থেকে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে ব্যপক সংঘর্ষ শুরু হয়েছে । সংঘর্ষে কমপক্ষে ১৮২ জন নিহত এবং প্রায় ৫০ হাজার গৃহহীন হয়েছে।

Latest article