ল্যান্ডফলের আগেই মিগজাউমের বলি ২, জারি হল ১৪৪ ধারা

জানা গিয়েছে, এই ঘটনার ফলে, চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। চেন্নাইতে এই ঝড় বৃষ্টির ফলে বেশ কয়েকটি জায়গায় জল জমেছে

Must read

ঘূর্ণিঝড় মিগজাউমের (Michaung) ফলে হয়ে চলেছে প্রবল বৃষ্টি। এই বৃষ্টির ফলেই ভেঙে পড়ল নির্মীয়মাণ ভবনের দেওয়াল। জানা গিয়েছে, এই ঘটনার ফলে, চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। চেন্নাইতে এই ঝড় বৃষ্টির ফলে বেশ কয়েকটি জায়গায় জল জমেছে। চেন্নাই এবং উপকূলীয় তামিলনাড়ুর নীচু এলাকার মানুষকে সেখান থেকে খুব দ্রুত সরিয়ে ফেলা হচ্ছে।

আরও পড়ুন-উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক সদর্থক: রাজভবন থেকে বেরিয়ে মত মুখ্যমন্ত্রীর

পুদুচেরিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মানুষজনকে বাইরে বেরোতেও বারণ করা হচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১০টি দল মোতায়েন করা হয়েছে তামিলনাড়ুর উপকূলীয় এলাকাগুলিতে। বিপদের বিষয় হল প্রবল বৃষ্টির ফলে চেন্নাইয়ের রাস্তাতে কুমির দেখা গিয়েছে। মৌসম ভবন এই বিষয়ে জানিয়েছে, ঘূর্ণিঝড়ের ফলে উত্তর তামিলনাড়ু ও পুদুচেরির কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার উপকূলীয় অন্ধ্রপ্রদেশের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বুধবার উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ, সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণ উপকূল ও সংলগ্ন প্রত্যন্ত ওড়িশার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হবে। আপাতত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে মিগজাউম। ভারতীয় মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী, আজ সকালে এই প্রবল ঘূর্ণিঝড়টি নেল্লোরের দক্ষিণ-পূর্বে ১৭০ কিমি ও মছিলিপত্তনমের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৩২০ দূরে অবস্থান করছিল।

আরও পড়ুন-নতুন করে হিংসা ছড়াল মণিপুরে, মৃত ১৩

মিগজাউম বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। সঙ্গে বাড়বে ঘূর্ণিঝড়ের শক্তি। জানা যায়, মিগজাউম সোমবার দুপুরে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও আশেপাশের উত্তর তামিলনাড়ু উপকূল বরাবর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছনোর পর ক্রমশ উত্তর দিকে এগিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছবে। কাল, মঙ্গলবার দুপুরে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে নেল্লোর ও মছিলিপত্তনমের মধ্যে দিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে মিগজাউম। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময় ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ বাংলার জেলাগুলিতে।

Latest article