প্রতিবেদন : দিল্লির ভাটিকা এফসিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে তৃতীয় ডিভিশন আই লিগ শুরু করেছে ডায়মন্ড হারবার। সেই জয়ের রেশ পুরোপুরি কাটার আগেই মঙ্গলবার ফের মাঠে নামছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। এবার প্রতিপক্ষ পাঞ্জাবের ডোয়াবা ইউনাইটেড এফসি। কোচ কিবু ভিকুনা ফুটবলারদের তাতাচ্ছেন, টানা দ্বিতীয় জয়ের জন্য।
আরও পড়ুন-ধান কেনায় টেক্কা মারতে মরিয়া পূর্ব বর্ধমান
আই লিগের জন্য দুই অভিজ্ঞ স্ট্রাইকার নরহরি শ্রেষ্ঠা ও জবি জাস্টিনকে সই করিয়েছে ডায়মন্ড হারবার। প্রথম ম্যাচেই গোল করেছেন নরহরি। জবি গোল না পেলেও ভালই খেলেছেন। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছেন রাহুল পাসোয়ান। কলকাতা লিগে ধারাবাহিকভাবে গোলের মধ্যে থাকা রাহুল ভাটিকার বিরুদ্ধে জোড়া গোল করে ফর্ম বজায় রেখেছেন। ভাল খেলেছেন তুহিন শিকদারও। মঙ্গলবারের ম্যাচেও এঁদের উপর ভরসা রাখছেন কিবু।
আরও পড়ুন-তিনটি রাজ্যে জিতেই তাণ্ডব চালাল বিজেপি
পাশাপাশি ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচ সতর্ক থাকছেন, ফুটবলাররা যাতে আত্মতুষ্টির শিকার না হন। কোনও রাখঢাক না করেই কিবু বলছেন, ‘‘প্রথম ম্যাচে জয় এসেছে। আমি খুশি। তবে আমাদের খেলার আরও উন্নতি করতে হবে। শুরুতেই তিন পয়েন্ট পাওয়ায় ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়বে। তবে এই ধারাবাহিকতা মঙ্গলবারের ম্যাচেও ধরে রাখতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘তৃতীয় ডিভিশন আই লিগ আমাদের কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তাই আমাদের যাবতীয় ফোকাস এখন মঙ্গলবারের ম্যাচে। আমাদের প্রতিপক্ষ পাঞ্জাবের ক্লাবে অভিজ্ঞতা ও তারুণ্যের চমৎকার মিশ্রণ রয়েছে। তাই ওদের হাল্কাভাবে নিচ্ছি। আমাদের লক্ষ্য তিন পয়েন্ট।’’
আরও পড়ুন-নজরে যোগীরাজ্য, গাজিয়াবাদে স্কুটি শিখতে গিয়ে গণধর্ষণের শিকার
বেঙ্গালুরুর জওহরলাল নেহরু স্টেডিয়ামে লিগের প্রথম পর্যায়ের চারটে ম্যাচ খেলতে হচ্ছে ডায়মন্ড হারবারকে। অ্যাস্ট্রোটার্ফের মাঠ নিয়ে কোনও অভিযোগ নেই কিবুর। পাশাপাশি প্রথম ম্যাচে জয়ের পর ডায়মন্ড হারবার শিবির রীতিমতো ফুরফুরে মেজাজে।