তিনটি রাজ্যে জিতেই তাণ্ডব চালাল বিজেপি

বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করা হয়। পার্টি অফিসের কাছেই একটি জায়গায় তাসখেলার প্রতিযোগিতা চলছিল।

Must read

সংবাদদাতা, ভগবানপুর : তিন রাজ্যে জয়ের পরেই পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের ইটাবেড়িয়া অঞ্চলে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালাল বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা। রবিবার রাতে। স্থানীয় মুসলিমপল্লির তৃণমূল কার্যালয়েও ভাঙচুর করে তারা। এর জেরে তৃণমূল কর্মী আস্তিক দোলই গুরুতর আহত হন। এছাড়া কয়েকটি দোকানে ভাঙচুর করা হয়েছে বলেও তৃণমূলের অভিযোগ। বিজেপির গুন্ডাবাহিনী ৫০টি মোটরবাইকে করে এসে হামলা চালায়।

আরও পড়ুন-নজরে যোগীরাজ্য, গাজিয়াবাদে স্কুটি শিখতে গিয়ে গণধর্ষণের শিকার

খবর পেয়ে ঘটনা স্থলে আসেন জেলা পরিষদ সদস্য সুলেখা সাঁতরা গিরি। আসে বিশাল পুলিশ বাহিনীও। বিজেপির এই হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরী হয়েছে। বিজেপি এই অভিযোগ অস্বীকার করলেও, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা এলাকার তৃণমূল নেতা মানব পড়ুয়া বলেন, কেন্দ্র সরকারের ১০০ দিনের টাকা নিয়ে বঞ্চনার প্রতিবাদে এলাকায় রবিবার মিছিল করেছিল তৃণমূল কর্মী-সমর্থকরা। তারপর তিনটি রাজ্যে জয়ের খবর পেয়ে বিজেপির দুষ্কৃতীবাহিনী তৃণমূল পার্টি অফিসে হামলা চালায়। অফিসের অ্যাসবেস্টসের ছাদ ভেঙে দেওয়া হয়।

আরও পড়ুন-উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক সদর্থক: রাজভবন থেকে বেরিয়ে মত মুখ্যমন্ত্রীর

বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করা হয়। পার্টি অফিসের কাছেই একটি জায়গায় তাসখেলার প্রতিযোগিতা চলছিল। তা দেখতে যাওয়ার সময় পার্টি অফিসের কাছে কয়েকজন তৃণমূল সমর্থক ছিলেন। তাঁদের মারধর করা হয়। এমনকী পার্টি অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা সেই তৃণমূল কর্মী-সমর্থকদের ওপরও হামলা চালায়। বিজেপির দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছে তৃণমূল।

Latest article