রাজ্যের স্কুল স্তরে শিক্ষকের সংখ্যা নিয়ে কুৎসা করছে বিজেপি। বিরোধীদের দাবির সঙ্গে শূন্য শিক্ষক পদের বাস্তব সংখ্যার এক শতাংশ মিলও নেই বলে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)।
মঙ্গলবার বিধানসভায় রীতিমত পরিসংখ্যান দিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শূন্য শিক্ষক পদের সংখ্যা নিয়ে বিরোধীদের প্রচার কুৎসা ছাড়া আর কিছুই নয়।বিরোধীদের দাবি, রাজ্যে স্কুল শিক্ষাস্তরে শিক্ষকের তিন লক্ষ শূন্য পদ রয়েছে। সেখানে প্রকৃত পক্ষে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকস্তর পর্যন্ত স্কুলে মাত্র ৭৮১ টি শিক্ষক পদ শূন্য রয়েছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন।
আরও পড়ুন-প্রয়াত বাম আমলের মন্ত্রী নারায়ণ বিশ্বাস
এদিন ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) আরও বলেন, শিক্ষা দফতর বিভিন্ন বিদ্যালয়ে সমীক্ষা চালিয়ে দেখেছে, গোটা রাজ্যে উচ্চমাধ্যমিক স্তরে মাত্র ১৩ টি শিক্ষক পদ শূন্য রয়েছে, মাধ্যমিক স্কুল গুলিতে এই সংখ্যা ২৮, আপার প্রাইমারি স্তরে ৪৭৩ এবং প্রাইমারি স্কুলে শূন্য শিক্ষক পদের সংখ্যা ২৬৭। সুতরাং বিরোধীরা রাজ্যে যে তিন লক্ষ শিক্ষক পদ থাকার অভিযোগ তুলছে তা ঠিক নয়।
শিক্ষামন্ত্রী জানান, আদালতের নির্দেশ মত এই শূন্য পদগুলিতে দ্রুত শিক্ষক নিয়োগ করা হবে। পাশাপাশি আদালতের বেঁধে দেওয়া পথে নতুন পদে শিক্ষক নিয়োগের কাজও করা হবে। এজন্য শিক্ষা দফতর শিক্ষা সংসদ গুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে।