যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ?(Jadavpur University) প্রথম বর্ষের ছাত্রকে র্যাগিং (Ragging) করে মৃত্যুর ঘটনা রাজ্যজুড়ে সাড়া ফেলেছিল। অ্যান্টি র্যাগিং কমিটি (Anti Ragging committee) এবার এই ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩২ জন পড়ুয়ার বিরুদ্ধে দ্রুত শাস্তির সুপারিশ করল। ঘটনার চার মাস পেরিয়ে গিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় এবার শোকজের মুখে পড়ল অভিযুক্তরা। শুধু তাই নয়, শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে আরও দুই ছাত্রের বিরুদ্ধে।
আরও পড়ুন-কৃষ্ণদের বিরুদ্ধে আজ বদলা চায় মোহনবাগান
জানা গিয়েছে, অরিত্র মজুমদার নামে এক পড়ুয়াকে ৬ মাসের জন্য সাসপেন্ড করার সুপারিশ করেছে অ্যান্টি র্যাগিং কমিটি। রুদ্র চট্টোপাধ্যায় নামেও এক পড়ুয়াকে সাসপেন্ডের সুপারিশ করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অ্যান্টি র্যাগিং কমিটি পাঁচ জন ছাত্রকে হস্টেল থেকে বহিষ্কার এবং চারজনকে সেমিস্টারের জন্য সাসপেন্ড করার সুপারিশ করেছে। আরও ২৫ জন পড়ুয়াকে একটি সেমিস্টারের জন্য সাসপেন্ড ও হস্টেল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়, ‘ওই বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর সঙ্গে র্যাগিংয়ের যোগ রয়েছে।’ কয়েকটা বিষয় পরিবর্তন করে সেই রিপোর্ট গ্রহণ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটি। এখন ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। কড়াকড়ি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর অপেক্ষায় আলিপুরদুয়ার
প্রসঙ্গত, গত অগস্ট মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে নদিয়া জেলার বগুলার এক ছাত্রের মৃত্যু হয়। ওই ঘটনার পরই প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে। রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, র্যাগিং নিয়ে ব্যবস্থা নিলেই সমাবর্তন নিয়ে বৈঠকের অনুমতি পাওয়া যাবে।