কার্শিয়াং যাওয়ার আগেই জানিয়ে গিয়েছিলেন ৭ তারিখ তাঁর কোনও নির্দিষ্ট কর্মসূচি নেই। পারিবারিক একটি অনুষ্ঠান রয়েছে। তবে, বৃহস্পতিবার সকালেই পাহাড়ি পথে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মকাইবাড়ি চা বাগান পরিদর্শন করে শ্রমিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। তাঁদের সঙ্গে কথা বলে জেনে নেন সুবিধা-অসুবিধা। সেই সময় চা বাগানে পাতা তুলছিলেন চা শ্রমিকরা। সেই দেখে মুখ্যমন্ত্রী নিজেও ঢুকে যান চা বাগানে। তাঁদের মতই পোশাক পরে একেবারে মাথায় ঝুড়ি নিয়ে শুরু করেন দুটি পাতা একটি কুঁড়ি তুলতে। বেশ কিছুক্ষণ সেখানে চা শ্রমিকদের সঙ্গে হাতে হাত লাগিয়ে চা পাতা সংগ্রহ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ব্যবহারে আপ্লুত মাকাইবাড়ি চা বাগান। এরপর মকাইবাড়িতে শীতবস্ত্র প্রদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান: গিরিরাজকে বহিষ্কারের দাবি, সংসদে বিক্ষোভ তৃণমূল সাংসদদের
তবে এই প্রথম নয়। এর আগেও বাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে মিশে গিয়েছেন বাংলার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। হাতে হাত লাগিয়ে কখনও রাস্তার ধারে চায়ের দোকানে তৈরি করেছেন চা। তৈরি করেছেন খাবার। কখনও আবার ফুচকা বানিয়ে পাহাড়ি পথে খাইয়েছেন স্কুল ফেরত পড়ুয়াদের। পাহাড়ি রাস্তায় মহিলা সমবায়ে মোমো তৈরিতে একাধিকবার হাত লাগাতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। এবার একেবারে চা বাগানে ঢুকে চা পাতা তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণেই তৃণমূল কংগ্রেস তাঁকে বলে “বাংলার নিজের মেয়ে”।