প্রতিবেদন : বেআইনিভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর সংসদীয় পদ খারিজ করা হয়েছে৷ বুধবার সংসদের বুকে যে ঘটনাটি ঘটল তারপর বিজেপি সাংসদ প্রতাপ সিমহাকে (Pratap Simha) কেন বহিষ্কার করা হবে না? তৃণমূল কংগ্রেসের পক্ষে এই দাবি উঠেছে৷ এই দাবিকে সমর্থন করেছে সবক’টি বিরোধী দল৷ যে বিজেপির সংসদের নিরাপত্তার জন্য রাতের ঘুম ছুটে গিয়েছিল সেই বিজেপির সাংসদের দেওয়া ভিজিটর্স পাসেই সংসদের অধিবেশন কক্ষে তুলকালাম চালাল দুই যুবক৷ কীভাবে দেওয়া হয়েছিল সেই পাস? কী দেখে দেওয়া হয়েছিল? কেন দুই যুবকের সম্বন্ধে কোনও তথ্য সংগ্রহ না করেই পাস দেওয়া হয়েছিল? জবাব দিতে হবে বিজেপিকে৷ জাতীয় নিরাপত্তা কোথায় এসে ঠেকেছে এটা তারই প্রমাণ৷ বহিষ্কার করতে হবে প্রতাপকে (Pratap Simha)৷