সংবাদদাতা, ডায়মন্ড হারবার : ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৭০ হাজার বার্ধক্য ভাতা (old age allowance) দেওয়ার কথা দিয়েছিলেন। সেইমতো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার পঞ্চায়েত ও পুরসভা এলাকায় এই ফর্ম ফিলাপের কাজ করেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। যেখানে ৭০ হাজারের বেশি ফর্ম ফিলাপ হয়। শুক্রবার পুরসভা ১০ নম্বর ওয়ার্ড-সহ একাধিক ওয়ার্ডে ঘুরে দেখেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি সুমিত রায়। তিনি বলেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভায় বার্ধক্য ভাতার (old age allowance) ফর্ম ফিলাপ চলছে। প্রায় ৮০ হাজারের মানুষ ইতিমধ্যেই ফর্ম ফিলাপ করেন। সমস্ত মানুষ যাতে বার্ধক্য ভাতা পান, সেজন্য ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন। প্রতিশ্রুতিমতো কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন তৃণমূল কর্মীরা। গরিব মানুষেরা নতুন বছর থেকেই বার্ধক্য ভাতা পাবেন বলে আশাবাদী তৃণমূল।
আরও পড়ুন- তৃণমূলের মহিলাদের সংঘবদ্ধ শপথ: টানা ৪৫ দিনের কর্মসূচি, পাড়ায় বৈঠক, তুমুল উৎসাহ